Scores

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ পাঁচ

স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ভারত ক্রিকেট দলের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট শেষে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যথারীতি শীর্ষ অলরাউন্ডার, ব্যাটসম্যান ও বোলারের অর্জনটি নিজের দখলে রেখেছেন সাকিব আল হাসান।

সাকিব-ঝলকের পরও ব্যাটসম্যানদের দৈন্যতা
সাকিব আল হাসান। ছবি: এএফপি

বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় তিনি ছাড়া রয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ।

আমরা-এর-চেয়ে-অনেক-ভালো দল
তামিম ইকবাল। ছবি: গেটি ইমেজ

৬৩২ পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষ থাকা সাকিবের সর্বোপরি ব্যাটসম্যানদের তালিকায় অবস্থান ২১তম স্থানে। তাছাড়া ৫৯২ পয়েন্ট নিয়ে তামিম ২৯ ও একই পয়েন্ট নিয়ে ৩০তম স্থানে অবস্থান মুশফিকের। তাছাড়া ৫৫৮ পয়েন্ট নিয়ে ৩৮তম পর্যায়ে মুমিনুল ও ৪৫৫ পয়েন্ট নিয়ে ৬৪তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ বাংলাদেশি ব্যাটসম্যান-

১. সাকিব আল হাসান- ৬৩২ পয়েন্ট। (২১তম অবস্থান)।
২. তামিম ইকবাল- ৫৯২ পয়েন্ট। (২৯তম অবস্থান)।
৩. মুশফিকুর রহিম- ৫৯২ পয়েন্ট। (৩০তম অবস্থান)।
৪. মুমিনুল হক- ৫৫৮ পয়েন্ট। (৩৮তম অবস্থান)।
৫. মাহমুদউল্লাহ রিয়াদ- ৪৫৫ পয়েন্ট। (৬৪তম অবস্থান)।

Also Read - সাংবাদিকের প্রশ্নে রেগে গেলেন কোহলি


তাইজুল-মিরাজের ব্যাপারে আশাবাদী মুশফিকমিরাজ ও তাইজুলের উইকেট উদযাপন।

বোলারদের তালিকায় ৬৬৫ পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান ২০তম স্থানে। তাছাড়া ৫১০ পয়েন্ট নিয়ে মিরাজ ৩৫তম, ৫০৭ পয়েন্ট নিয়ে তাইজুল ইসলাম ৩৬তম, ৩৪৬ পয়েন্ট নিয়ে মুস্তাফিজুর রহমান ৫০তম ও ২২১ পয়েন্ট নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ৬৮তম স্থানে।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ বাংলাদেশি বোলার-

১. সাকিব আল হাসান- ৬৬৫ পয়েন্ট (২০তম অবস্থান)।
২. মেহেদী হাসান মিরাজ- ৫১০ পয়েন্ট (৩৫তম অবস্থান)।
৩. তাইজুল ইসলাম- ৫০৭ পয়েন্ট (৩৬তম অবস্থান)।
৪. মুস্তাফিজুর রহমান- ৩৪৬ পয়েন্ট (৫০তম অবস্থান)।
৫. মাহমুদউল্লাহ রিয়াদ- ২২১ পয়েন্ট (৬৮তম অবস্থান)।

আর অলরাউন্ডারদের তালিকায় ৪২০ পয়েন্টের সাহায্যে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। তবে শীর্ষ বিশে নেই আর কোনো বাংলাদেশি অলরাউন্ডার। ১২৯ পয়েন্ট নিয়ে তালিকার ২৮তম স্থানে মিরাজ, ১০০ পয়েন্ট নিয়ে ৩৯তম অবস্থানে রয়েছেন মাহমুদউল্লাহ।

এ তালিকায় সবচেয়ে চমকের বিষয় হচ্ছে তাইজুলের উপস্থিতি। ৬৪ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় ৫৩তম অবস্থানে থাকলেও বাংলাদেশের শীর্ষ পাঁচ অলরাউন্ডার তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন তিনি। তার পরে রয়েছেন নাসির হোসেন। ৩২ পয়েন্ট নিয়ে তালিকার ৭১তম স্থানে অবস্থান তার।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ বাংলাদেশি অলরাউন্ডার-

১. সাকিব আল হাসান- ৪২০ পয়েন্ট। (১ম অবস্থান)।
২. মেহেদী হাসান মিরাজ- ১২৯ পয়েন্ট (২৮তম অবস্থান)।
৩. মাহমুদউল্লাহ রিয়াদ- ১০০ পয়েন্ট (৩৯তম অবস্থান)।
৪. তাইজুল ইসলাম- ৬৪ পয়েন্ট (৫৩তম অবস্থান)।
৫. নাসির হোসেন- ৩২ পয়েন্ট (৭১তম অবস্থান)।


আরও পড়ুনঃ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের উন্নতি, রেটিং হারাল ভারত

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তাইজুলকে তিন সংস্করণের জন্যই তৈরি করবেন রফিক

বিদেশে ভালো করার প্রচেষ্টায় তাইজুল

রেকর্ড নিয়ে ভাবতে চান না মিরাজ

তাইজুল ও রিয়াদের কারণে বেঁচে ফিরেছিলেন ক্রিকেটাররা!

টেস্ট র‍্যাংকিংয়ে সেরা পাঁচ বাংলাদেশি