আকবরে চড়ে রংপুরের চারে চার, আবারো রাজশাহীর হার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-12-15T13:41:53+06:00
আপডেট হয়েছে - 2024-12-15T13:41:53+06:00
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিধ্বংসী ব্যাটিংয়ে টানা চতুর্থ জয়ের দেখা পেল রংপুর। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান রয়েছে রংপুরের দখলে। ২৯ বলে গড়া আকবরের অপরাজিত ৬৮ রানের ইনিংসে রাজশাহীর ছুঁড়ে দেওয়া ১৯০ রানের বিশাল লক্ষ্য ২ ওভার হাতে রেখেই টপকে গেছে রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে হাই স্কোরিং ম্যাচে রাজশাহী জড়ো করে ১৮৯ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে এই পুঁজি জড়ো করে নাজমুল হোসেন শান্তর দল। জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। চোটের কারণে ক্যারিবীয় সফরে না যাওয়া এই ব্যাটার ওপেনিংয়ে নেমে ৯ বলে রান করেন মাত্র ৬।
হাবিবুর রহমান সোহান ১৮ বলে ৩০ রান করে বিদায় নিলেও সাব্বির হোসেন হাল ধরে রাখেন। ৫২ বল মোকাবেলায় ৭৩ রানের ইনিংস খেলে থেকে যান অপরাজিত। ১৪০.৩৮ স্ট্রাইক রেটের ইনিংস খেলার পথে ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।
এছাড়া ১৫ বলে ৩৮ রান করেন তিনটি করে চার-ছক্কা হাঁকানো গোলাম কিবরিয়া। রংপুরের পক্ষে আলাউদ্দিন বাবু ২৫ রানের খরচায় এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪১ রানের খরচায় তিনটি করে উইকেট শিকার করেন।
১৮৯ রান নিয়ে নির্ভারই থাকার কথা ছিল রংপুরের। অন্তত জমজমাট ম্যাচ হবে, এই আশা তো ছিলই। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ২০ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলে আব্দুল্লাহ আল মামুনও সুবিধা করতে পারেননি। এক প্রান্তে তখন তানবির হায়দার, আর অন্য প্রান্তে হাল ধরেন অধিনায়ক আকবর। অধিনায়কের তাণ্ডবে তানভবিরের ৭১ রানের ইনিংসও যেন মলিন হয়ে যায়। ৪৫ বলে ৭১ রান করে তানবির বিদায় নিলেও আকবরের জয় নিশ্চিত করতে যেন তর সয়নি। মাত্র ২৯ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিতই থেকে যান ফর্মে থাকা রংপুরের অধিনায়ক।
তাইজুল ইসলামের মতো বোলারকে কচুকাটা করে আকবর ইনিংস সাজান ৪টি চার ও ৬টি ছক্কায়, স্ট্রাইক রেট ছিল ২৩৪.৪৮। মাঠ ছাড়েন জয় নিশ্চিত করে, তখনও হাতে আছে ২ ওভার ও ৭ উইকেট। ৪ ওভার বল করে এদিন ৬২ রান খরচের তিক্ত অভিজ্ঞতা হয় তাইজুলের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।