Scores

আঙুল তুলে বলতে পারবে না আমি আনফিট : ধোনি

ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করেন, এই বয়সে এসেও তার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি। 

আঙুল তুলে বলতে পারবে না আমি আনফিট : ধোনি
পারফরম্যান্স যেমনই হোক, ফিটনেসের সঙ্গে কোনো আপোষ নেই ধোনির। ফাইল ছবি

৩৯ বছর বয়সী ধোনি এখনও যেন আগের মতই চনমনে। ব্যাট হাতে হয়ত আগের মত জ্বলে উঠতে পারেন না; তবে চেন্নাইকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, উইকেটের পেছনেও তার সরব ভূমিকা। চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ধোনির এক অবিশ্বাস্য ডাইভ মন কেড়েছে সবার।

ধোনির সেই ডাইভ যেন জানান দিচ্ছে- এখনও ফুরিয়ে যাননি! পরে ধোনির মুখেও একই কথা। ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান জানালেন, ফিটনেসের সাথে কখনই আপোষ করেন না তিনি।

Also Read - বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা


ধোনি বলেন, ‘বয়স হয়ে যাওয়া আর নিজেকে ফিট রাখা, দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপনি যখন খেলবেন, তখন কাউকে এটা বলার সুযোগ দেবে না যে আপনি আনফিট।’

আর তাই ধোনি আইপিএলের মঞ্চ মাতানো তরুণ ক্রিকেটারদের মতই ফিট রাখেন নিজেকে। তিনি বলেন, ‘আমাকে ছোটদের মতোই ফিটনেস রাখতে হবে। ওরা খুব গতিময়। আর ওদেরকে চ্যালেঞ্জ জানাতে পারাটা ভালো বিষয়।’

ধোনি মনে করেন, খেলোয়াড়দের পারফরম্যান্সের নিশ্চয়তার জন্য বয়স কোনো বিষয় নয়। এই বয়সেও ধোনির ফিটনেস নিয়ে আঙুল তোলা সম্ভব নয়- এমনই জানালেন চেন্নাই দলপতি।

ধোনির ভাষায়, ‘২৪ বছর বয়সে আমি কী পারফর্ম করব, তার গ্যারান্টি আমি দিতে পারব না। ৪০ বছর বয়সেও পারফরম্যান্স নিয়ে গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। তবে লোকেরা এখনও আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না আমি আনফিট। আর এটাই আমার কাছে ইতিবাচক দিক।’

Related Articles

আইপিএল থেকে বাড়ি ফিরে ঘোর সংকটে সাকারিয়া

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চান না কামিন্স

সেপ্টেম্বরে আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সাকারিয়া

সতীর্থদের যাত্রা নিশ্চিত করে তবেই বাড়ি ফিরলেন ধোনি