██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আজমির-মার্শাল-আজিমের ফিফটিতে ভর করে জিতল অগ্রণী ব্যাংক

আজমিরের সাথে ফিফটি পেয়েছেন মার্শাল এবং আজিমও। দারুণ এক জয়ের দেখা পেয়েছে তাদের দল অগ্রণী ব্যাংক।

আজমির-মার্শাল-আজিমের ফিফটিতে ভর করে জিতল অগ্রণী ব্যাংক

আজমির-মার্শাল-আজিমের ফিফটিতে ভর করে জিতল অগ্রণী ব্যাংক

প্রকাশিত হয়েছে - 2023-03-25T17:45:16+06:00

আপডেট হয়েছে - 2023-03-25T17:45:16+06:00

ঢাকা প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে সিটি ক্লাবকে ১৮ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ২৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অগ্রণী ব্যাংক। জবাবে ২৭৩ রানেই থামে সিটি ক্লাবের ইনিংস।  

 আজমিরের দুর্দান্ত ব্যাটিংয়ে চড়ে বড় সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক। ফাইল ছবি

বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে অগ্রণী ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় সিটি ক্লাব। ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা হোঁচট খায় অগ্রণী ব্যাংক। ১৫ বলে ৫ রানের ইনিংস খেলে দলের ৩১ রানের মাথায় আউট হন সাদমান ইসলাম। তিনে নামা মোহাম্মদ ইলিয়াসও টেকেননি বেশিক্ষণ। ৭ বলে ২ রান করে ৩৩ রানের মাথায় বিদায় নেন তিনি।

পরে চারে নামা শামসুল ইসলামকে সাথে নিয়ে এগোতে থাকেন আজমির। শামসুল ধীরেসুস্থে আগাতে থাকলেও আজমির ছিলেন বেশ আক্রমণাত্মক। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটিটাও ছুঁয়ে ফেলেন আজমির। ফিফটি পেরিয়েও দুরন্ত গতিতে ছুটতে থাকেন আজমির। বেশ সাবলীল ব্যাটিংয়ে রান তুলছিলেন তিনি। আর এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। একসময় মনে হচ্ছিল সেঞ্চুরিটা হয়ত পেয়েই যাবেন তিনি। তবে শেষমেশ তিন অঙ্কের ম্যাজিফ ফিগারটা আর ছুঁতে পারেননি তিনি। ৯২ বলে ৮৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের ১২২ রানের মাথায় সাজঘরে ফিরে যান।

 

কিছুক্ষণ পরে আউট হয়ে যান শামসুলও। এরপর দলের হাল ধরেন মার্শাল আইয়ুব এবং আজিম নাজির কাজী। ব্যাট হাতে বেশ সাবলীল ছিলেন দুজন। এই দুজনের দারুণ ব্যাটিংয়ের সুবাদেই এগোতে থাকে অগ্রণী ব্যাংকের ইনিংস। দুজনই তুলে নেন ফিফটি। ৫৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন মার্শাল। আর অন্যদিকে ৭৭ বলে ৬৬ রান করে আজিম। শেষদিকে ১৮ বলে ২১ রানের ঝড়ো এক ইনিংস খেলে আবু হায়দার রনি। সকলের এমন সম্মিলিত প্রচেষ্টায় ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অগ্রণী ব্যাংক।

 

সিটি ক্লাবের হয়ে ৬৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন রবিউল হক। এছাড়া ৫৭ রান দিয়ে ৩ উইকেট নেন শফিকুল ইসলাম। ৩১ রান দিয়ে ১ উইকেট নেন আসিফ হাসান।


বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার আবদুল্লাহ আল মামুনের উইকেট হারায় সিটি ক্লাব। এরপর তিনে নামা শাহরিয়ার কমলকে সাথে নিয়ে এগোতে থাকেন অন্য ওপেনার তৌফিক খান তুষার। ব্যাট হাতে দারুণ সাবলীল ছিলেন দুজনই। দ্রুতই ফিফটি তুলে নেন তুষার। তার আগ্রাসী ব্যাটিংয়ে ভর করেই এগোচ্ছিল সিটি ক্লাবের ইনিংস। তবে ফিফটি পেরিয়েই থামেন তুষার। ৫৬ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলের ৯৯ রানের মাথায় বিদায় নেন তিনি।

মার্শালও হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। 

তুষারের আউটের কিছুক্ষণ পরে কমলও আউট হন। তবে সাজঘরে ফেরার আগে কমলও তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। ৬৮ বলে ৫১ রানের ইনিংস খেলে দলের ১৩৭ রানের মাথায় আউট হয়ে যান তিনি।


এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রাফসান আল মাহমুদ এবং আসিফ আহমেদ রাতুল। দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৭৫ রান। ফিফটি হাঁকিয়ে রাফসান আউট হলেও ফিফটি থেকে বঞ্চিত ছিলেন আসিফ। ৭৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে রাফসান। অন্যদিকে ৪৫ বলে ৪৬ রান করে দলের ২২৪ রানের মাথায় আউট হয়ে যান আসিফ।


পরে বাকি ব্যাটাররা মিলে জয়ের জন্য বহু চেষ্টা চালালেও লাভের লাভ কিছু হয়নি। একদম শেষ দিকে গিয়ে হারতে হয় সিটি ক্লাবকে। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় সিটি ক্লাব। ১৮ রানের রোমাঞ্চকর জয় পায় অগ্রণী ব্যাংক।

 

অগ্রণী ব্যাংকের হয়ে ৩৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শরিফুল্লাহ। এছাড়া ২ উইকেট নেন এনামুল হক। ১টি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি, জাহিদ জাভেদ এবং আরাফাত সানি।


এই জয়ের পর ৪ ম্যাচে ২ জয় এবং ২ হার নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে অগ্রণী ব্যাংক। অন্যদিকে ৪ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখতে পারেনি সিটি ক্লাব। ১২ দলের লিগে অবস্থান করছে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ ১১ নম্বরে।  


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
  

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.