
আট বছরের জেল লামিচানের
প্রকাশিত হয়েছে - 2024-01-10T19:28:38+06:00
আপডেট হয়েছে - 2024-01-10T19:28:38+06:00
নারীকে নিগ্রহের অভিযোগে আদালতে মামলা চলছিল নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে। সেই মামলায় এবার আট বছরের জেল দেওয়া হয়েছে লামিচানেকে। কাঠমুন্ডু পোস্ট লামিচানের সাজার বিষয়টি নিশ্চিত করেছে।
সন্দ্বীপ লামিচানে। ছবি : গেটি ইমেজস
কাঠমুন্ডুর জেলা আদালতে এক ১৮ বছর বয়সী নারীকে নিগ্রহের অভিযোগ উঠেছিল লামিচানের বিরুদ্ধে। সেই অভিযোগ গত মাসে প্রমাণিত হওয়ার পর আজ (১০ জানুয়ারি) মামলার রায় দেওয়া হয়েছে। ৮ বছরের জেল দেওয়া হয়েছে লামিচানেকে। সেই সাথে অর্থদন্ডেও দন্ডিত করা হয়েছে তাকে। ৩ লক্ষ নেপালি রূপি (প্রায় আড়াই লক্ষ বাংলাদেশি টাকা) জরিমানা করা হয়েছে তাকে। সেই সাথে নিপীড়িত ব্যক্তিকে ২ লক্ষ নেপালি রূপি (প্রায় ১ লক্ষ ৬৫ হাজার বাংলাদেশি টাকা) দিতে বলা হয়েছে লামিচানেকে।
২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমুন্ডু থানায় লামিচানের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনা হয়। তখন নেপালের অধিনায়ক ছিলেন লামিচানে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াহসে খেলার জন্য তখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছিলেন লামিচানে। তড়িঘড়ি করে অক্টোবরের শুরুর দিকে দেশে ফেরেন লামিচানে। পরে বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে তখনই তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে বহিষ্কার করার ঘোষণা নেপালের ক্রিকেট বোর্ড।
পরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আবারও খেলায় ফেরেন লামিচানে। খেলেছেন ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এবং এশিয়া কাপের মূল পর্বে। তবে এবার আট বছরের কারাদন্ডের ফলে লামিচানের ক্রিকেট ক্যারিয়ারটাই একরকম শেষ হয়ে গেল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।