██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আতশিকাচের নিচে পাকিস্তানের বিশ্বকাপ পারফরম্যান্স

বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন কারস্টেন এবং ওয়াহাব।

আতশিকাচের নিচে পাকিস্তানের বিশ্বকাপ পারফরম্যান্স

আতশিকাচের নিচে পাকিস্তানের বিশ্বকাপ পারফরম্যান্স

প্রকাশিত হয়েছে - 2024-07-05T20:52:57+06:00

আপডেট হয়েছে - 2024-07-05T20:52:57+06:00

টি-টোয়েন্টি বিশ্বকাপটা একদমই ভালো যায়নি পাকিস্তানের। ঢাকঢোল পিটিয়ে বিশ্বকাপ খেলতে এসে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। নতুন কোচিং প্যানেল, নির্বাচক প্যানেলসহ এত এত পরিবর্তনের পর দলের এমন ভরাডুবি স্বাভাবিকভাবেই কাম্য ছিল না।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  বাবর আজম। 
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর পরিবর্তনের হাওয়া বয়ে গেছে পাকিস্তানের ক্রিকেটে। বোর্ড সভাপতি, অধিনায়ক, কোচিং স্টাফ সবকিছুতেই এসেছে বড়সড় পরিবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিয়োগ দেওয়া হয় নতুন কোচিং প্যানেল। সাদা বল এবং লাল বলের ক্রিকেটের জন্য আলাদা প্রধান কোচ আনা হয়। টি-টোয়েন্টিতে শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা হলেও পরে তাকে সরিয়ে আবারও ফেরানো হয় বাবর আজমকে। বাবরের নেতৃত্বেই বিশ্বকাপে খেলেছে পাকিস্তান।

 

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারে পাকিস্তান। পরে ভারতের কাছেও হেরে কঠিন বানিয়ে ফেলে সুপার এইটের সমীকরণটা। শেষমেশ সুপার এইটে আর খেলা হয়নি পাকিস্তানের। ভারতের সঙ্গী হয়ে গ্রুপ থেকে সুপার এইটের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্র।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


বিশ্বকাপ শেষে দলের পারফরম্যান্স নিয়ে পিসিবির কাছে রিপোর্ট জমা দিয়েছেন সাদা বলের ফরম্যাটের প্রধান কোচ গ্যারি কারস্টেন এবং নির্বাচক ওয়াহাব রিয়াজ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এবার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিতে চায় পিসিবি। আগামী নভেম্বরের আগে সাদা বলের ফরম্যাটে কোনো খেলা নেই পাকিস্তানের। ফলে ধীরেসুস্থে কাজ করার সুযোগ পাচ্ছে পাকিস্তান।

 

ক্রিকইনফো জানিয়েছে, অধিনায়কত্ব পরিবর্তনের ব্যাপারে খোলামেলা অবস্থানে আছে পিসিবি। তবে বাবরকে রেখে দেওয়ার ব্যাপারেও আপত্তি নেই তাদের। পাকিস্তানের বিশ্বকাপের ভরাডুবির ফলে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যেসব ব্যাপারে তার মধ্যে বাবরের অধিনায়কত্ব অন্যতম। সেই সাথে টপ অর্ডারে বাবর এবং মোহাম্মদ রিজওয়ানের স্লো ব্যাটিং, বাবরের নেতৃত্বের ফলে দলের রক্ষণাত্মক মনোভাব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এবার আর সরাসরি কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না পিসিবি। কারস্টেন এবং ওয়াহাবের রিপোর্ট দেখে আলোচনা করে নিতে চায় সিদ্ধান্ত।

 

ক্রিকইনফো আরও জানিয়েছে, অধিনায়ক হিসেবে যোগ্য প্রতিদ্বন্দ্বীর অভাবও পিসিবির চিন্তার কারণ। কিছুদিন আগেই শাহীনকে সরিয়ে বাবরকে অধিনায়ক করা হয়েছে। এখন বাবরকে আবার সরালে কাকে অধিনায়ক করা হবে এ ব্যাপারে যোগ্য বিকল্পের অভাবও রয়েছে পিসিবির হাতে।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.