আফগান স্কোয়াডে ফিরলেন মুজিব, নতুন মুখ জুবাইদ
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-12-02T00:32:23+06:00
আপডেট হয়েছে - 2024-12-02T00:37:53+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগান দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমান। চমক হিসেবে আছে নতুন মুখও।
আফগানিস্তান
গত জুন মাসে সর্বশেষ আফগানিস্তানের পক্ষে খেলেছিলেন মুজিব। ইঞ্জুরির তারপর থেকে লম্বা সময় আর খেলতে পারেননি এই স্পিনার। লম্বা সময় মাঠের বাইরে কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মুজিব। তবে এখনো ফিট হয়ে ফিরতে পারেননি ইব্রাহিম জাদরান।
প্রথমবারের মতো আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জুবাইদ আকবরী। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপই জাতীয় ডাক পেলেন তিনি। এছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন দারউইস রাসুলি।
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। প্রথমে হবে টি-টোয়েন্টি সিরিজ। তারপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর এবং সর্বশেষ ২৬ ডিসেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আবদুল মালিক, সেদিকুল্লাহ আতাল, দারউইস রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, এ এম গাজানফর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, দারউইস রাসুলি, জুবায়েদ আকবরী, গুলবাদিন নাইব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, নাঙ্গিয়াল খারোটি, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকী, ফরিদ আহমদ এবং নাভিন উল হক।
সিরিজের সূচি :
১ম টি-টোয়েন্টি - বুধবার, ১১ ডিসেম্বর;
২য় টি-টোয়েন্টি - শুক্রবার, ১৩ ডিসেম্বর;
৩য় টি-টোয়েন্টি - শনিবার, ১৪ ডিসেম্বর;
১ম ওয়ানডে - মঙ্গলবার, ১৭ ডিসেম্বর;
২য় ওডিআই - বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর;
৩য় ওডিআই - শনিবার, ২১ ডিসেম্বর;
১ম টেস্ট- ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর;
২য় টেস্ট- ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।