Scores

আফগানিস্তান সিরিজের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড ঘোষণা

আফগানিস্তনাএর বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী ডানহাতি অনভিষিক্ত মিডিয়াম পেসার ডেভিড ডেলানি।

আফগানিস্তান সিরিজের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড ঘোষণা
© আইসিসি

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও টি-তোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড উলভসের হয়ে খেলেছে তরুণ পেসার ডেলানি। ওয়ানডেতে নিস্প্রভ ছিলেন তিনি। দুই ম্যাচে পান এক উইকেট। করেন খরুচে বোলিং। তবে ডাবলিনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করেন ডেভিড ডেলানি।

দলে ডাক পেয়েছেন বয়েড র‍্যাঙ্কিন। ডেলানি এবং র‍্যাঙ্কিন- দুজনই চোটের কারণে এবারের মৌসুমে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে পারেননি। তবে দুই ফরম্যাটের স্কোয়াডেই ডাক পেয়েছেন দুজন।

Also Read - শেষ টি-টোয়েন্টিতে বল হাতে 'এ' দলের দুর্দান্ত শুরু


বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দারুণ ছন্দে আছেন অ্যান্ড্রু ব্যালবিরনি এবং অ্যান্ডি ম্যাকব্রাইন। আফগান সিরিজেও তাদের এ ধারাবাহিকতা দেখতে চান প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট। আয়ারল্যান্ডের প্রধান নির্বাচক বলেন, “অ্যান্ড্রু ব্যালবিরনি এবং অ্যান্ডি ম্যাকব্রাইনের মতো কিছু ক্রিকেটার সম্প্রতি আয়ারল্যান্ড উলভসের হয়ে দারুণ পারফরম্যান্স করেছে। আমরা আশা করি আফগান সিরিজেও তারা এটি বজায় রাখবে।” 

টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী বাঁহাতি পেসার জশুয়া লিটল। দলে তরুণদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন হোয়াইট। তিনি বলেন, “ডেভিড ডেলানি এবং জশুয়া লিটলের মতো তরুণ ক্রিকেটাররা কী করতে পারে তা দেখার জন্য আমরা আগ্রহী। উদাহরণস্বরূপ, জশের বাঁহাতি পেসে অতি প্রয়োজনীয় বৈচিত্র্য রয়েছে। ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে জোরে ব্যাট চালাতে পারে।”

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা।

আয়ারল্যান্ড ওয়ানডে দলঃ উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, ডেভিড ডেলানি, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরটাঘ, কেভিন ও’ব্রায়েন, নিয়েল ও’ব্রায়েন, বয়েড র‍্যাঙ্কিন, জেমস শ্যানন, সিমি সিং, পল স্টার্লিং ও গ্যারি উইলসন।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দলঃ গ্যারি উইলসন (অধিনায়ক), অ্যান্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, ডেভিড ডেলানি, জর্জ ডকরেল, জশুয়া লিটল, উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ডি ম্যাকব্রাইন, কেভিন ও’ব্রায়েন, স্টুয়ার্ট থম্পসন, বয়েড র‍্যাঙ্কিন, জেমস শ্যানন, সিমি সিং, পল স্টার্লিং।


আরো পড়ুনঃ ব্যানক্রফটের নতুন ‘ঘর’


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাইফউদ্দিনের বোলিং তোপের পরও আফগানদের লড়াকু পূঁজি

ভারত যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল, ‘এ’ দল শ্রীলঙ্কায়

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

বাংলাদেশ হারলেই আফগানিস্তানের বিশ্বরেকর্ড!

বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির ‘শক্তিশালী’ আফগানিস্তান