আফগানিস্তান সিরিজে সাকিবের না খেলার 'সম্ভাবনা বেশি'

প্রকাশিত হয়েছে - 2024-10-31T13:13:48+06:00
আপডেট হয়েছে - 2024-10-31T13:13:48+06:00
মানসিক অবস্থা ও প্রস্তুতির ঘাটতির কারণে আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসানের না খেলার সম্ভাবনাই বেশি, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাকিব নিয়েই সাজানো হচ্ছে পরিকল্পনা। সাকিব এখনও ওয়ানডে ফরম্যাটে নিজেকে পুরোপুরি উজার করে দিতে পারবেন বলেও বিশ্বাস বোর্ড প্রধানের।
তবে এর পেছনে সাকিবকে নিয়ে তৈরি হওয়া জনরোষের কোনো ভূমিকা নেই বললেই চলে। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও খেলতে না পারায় সাকিবকে মানসিকভাবে ঠিক হওয়ার জন্য কিছু সময় দেওয়ার পক্ষে ফারুক।
তিনি বলেন, 'সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না, তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।'
আফগানিস্তান সিরিজ না খেললে সে সময় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেখা যেতে পারে সাকিবকে, জানান ফারুক আহমেদ, 'তার মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দেইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মনে হচ্ছে এই ট্যুর সে মিস করবে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।