
প্রকাশিত হয়েছে - 2024-03-14T10:53:13+06:00
আপডেট হয়েছে - 2024-03-14T10:53:13+06:00
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে ফিরেছেন তারকা খেলোয়াড়েরা। দীর্ঘদিন পর আফগান দলে দেখা যাবে আফগান সুপারস্টার রশিদ খানকে। ফিরেছেন আরেক স্পিনার মুজিবও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইঞ্জুরিতে ভুগছিলেন লেগ স্পিনার রশিদ খান। বিশ্বকাপের দীর্ঘদিন পর দলে ফিরলেন তিনি। এতদিন কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেললেও দলের সাথে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতে ভ্রমণ করেছেন তিনি। রশিদের অনুপস্থিতিতে মোহাম্মদ নবী, নুর আহমেদ, কায়েস আহমেদরা স্পিন বিভাগের দায়িত্ব সামলেছেন ভালোভাবেই।
চোট কাটিয়ে দলে ফিরেছেন মুজিব উর রহমানও। রশিদ-মুজিবের ফেরা বাড়তি শক্তি যোগাবে আফগানিস্তানকে। রশিদের নেতৃত্বে আয়ারল্যান্ড বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা।
রশিদ-মুজিবের ফেরা নিয়ে এসিবির(আফগানিস্তান ক্রিকেট বোর্ড) প্রধান নির্বাচক আহমেদ শাহ সুলিমানখিল বলেন, “রশিদ খান ও মুজিব উর রহমান ইঞ্জুরি থেকে সেরে উঠছেন এবং খেলার জন্য ফিট।”
শারজায় আগামীকাল ১৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে একমাত্র টেস্ট হারলেও ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান। ওয়ানডে সিরিজজুড়ে দারুণ পারফরম্যান্স করেছেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। সিরিজের শেষ ওয়ানডেতে পাঁচ উইকেট শিকার করছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।
আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, সাদিক আতাল, ইজাজ আহমাদজাই, ইশাক রহিমি, মোহাম্মদ নবী, নাঙ্গল খারোতাই, আজমতুল্লাহ ওমরজাই, নুর আহমেদ, মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নাভিন উল হক, ফজল হক ফারুকী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।