██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আফিফ-মোসাদ্দেকের ঝড়ে ডিপিএলের চ্যাম্পিয়ন আবাহনী

শিরোপা নিশ্চিত হয়েছে আবাহনীর।

আফিফ-মোসাদ্দেকের ঝড়ে ডিপিএলের চ্যাম্পিয়ন আবাহনী

আফিফ-মোসাদ্দেকের ঝড়ে ডিপিএলের চ্যাম্পিয়ন আবাহনী

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-04-30T17:45:46+06:00

আপডেট হয়েছে - 2024-04-30T17:45:46+06:00

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরের শিরোপাটা প্রায় ছুঁয়েই ফেলেছিল আবাহনী লিমিটেড। বাকি ছিল অল্প কিছু হিসাব-নিকাশ। এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিতে সেসব চুকিয়ে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে আবাহনী।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  এবারের আসরে দারুণ দাপুটে ক্রিকেট খেলেছে আবাহনী। 

সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় শেখ জামাল। ২ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান সাইফ। তিনে নেমে সুবিধা করতে পারেননি ফজলে মাহমুদ রাব্বিও। ৯ বলে ৪ রান করেন তিনি। পাঁচে নামা তাইবুর রহমান বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় শেখ জামাল।

এরপর দলের হাল ধরেন টিকে থাকা ওপেনার সৈকত আলী এবং সাকিব আল হাসান। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে পরিস্থিতি কিছুটা সামাল দিতে সক্ষম হয় শেখ জামাল। ফিফটির সুযোগ দুজনের সামনেই ছিল। তবে দুজনই সেই সুযোগ হাতছাড়া করেছেন। ৬৬ বলে ৪১ রানের ইনিংস খেলে বিদায় নেন সৈকত। অন্যদিকে সাকিব ফিফটি মিস করেছেন ১ রানের জন্য। ৫৬ বলে ৪৯ রান করে বিদায় নেন বিশ্বসেরা অলরাউন্ডার।


এরপর কিছুক্ষণ প্রতিরোধ গড়েন নুরুল হাসান সোহান। ৬৪ বলে ৪১ রান করে বিদায় নেন তিনি। দলের ১৮৫ রানের মাথায় পড়ে যায় ৮ উইকেট। তবে সেখানেই দমে যায়নি শেখ জামালের ইনিংস। শেষ বেলায় ব্যাট হাতে সাইক্লোনের গতিতে রান তুলতে শুরু করেন জিয়াউর রহমান। আর তাতে করে এগোতে থাকে শেখ জামালের ইনিংস। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জিয়া।


ফিফটির পরেও ছুটছিলেন দোর্দন্ড প্রতাপে। মনে হচ্ছিল এবার বুঝি সেঞ্চুরি হাঁকিয়েই মাঠ ছাড়বেন জিয়া। তবে তা হয়নি শেষমেশ। একদম শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৮ বলে ৮৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন জিয়া। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রানের সংগ্রহ দাঁড় করায় শেখ জামাল।

  শিরোপা নিশ্চিত হয়েছে আবাহনীর। 

আবাহনীর হয়ে ৩টি করে উইকেট নেন রকিবুল হাসান এবং তানজিম হাসান সাকিব। এছাড়া ২ উইকেট তোলেন নাহিদুল ইসলাম।

 

জবাব দিতে নেমে আবাহনীর উদ্বোধনী জুটি ভেঙেছে ১০ রানের মাথায়। ১১ বলে ৬ রান করে বিদায় নেন সাব্বির হোসেন। আরেক ওপেনার নাঈম শেখ যথারীতি শুরু থেকেই এগিয়েছেন ধীরেসুস্থে। খুব একটা লম্বা করতে পারেননি ইনিংস। সাজঘরে ফিরেছেন ৪২ বলে ২১ রান করে।


এরপর ক্রিজে জুটি বেঁধেছেন এনামুল হক বিজয় এবং আফিফ হোসেন ধ্রুব। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন বিজয়-আফিফ। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে গতি পায় আবাহনীর ইনিংস। ফিফটি ছুঁয়েছেন দুজনই। তবে ফিফটির পর খুব বেশি দূর আগাতে পারেননি বিজয়। ৮০ বলে ৬৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।

 ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আফিফ। 

বিজয় ফিরে গেলেও আফিফ টিকে ছিলেন ক্রিজে। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। সেঞ্চুরির অনেক কাছে চলে গেলেও শেষমেশ সেঞ্চুরিটা ছুঁতে পারেননি তিনি। দলের ২১৩ রানের মাথায় আউট হওয়ার আগে খেলেছেন ৮৮ বলে ৮৩ রানের ইনিংস।

 

আফিফের বিদায়ের পর দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাহিদুল ইসলাম। শেষ দিকে ম্যাচটা বেশ জমে উঠে। ১৯ বলে ২৪ রান করা নাহিদুল সাজঘরে ফিরেছেন দলের ২৪৮ রানের মাথায়। তখনও জয়ের জন্য ২০ রান দরকার আবাহনীর, বল আছে ১৩টি।

 

শেষ দিকে কোনো বিপদ হতে দেননি মোসাদ্দেক, তাই পা হড়কায়নি আবাহনীও। দারুণ সাবলীল ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। দারুণ এক ছক্কা হাঁকিয়ে আবাহনীকে জয় এনে দেন মোসাদ্দেক। ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় আবাহনী।

 

শেখ জামালের হয়ে ২ উইকেট নেন শফিকুল ইসলাম।

 

এই জয়ের ফলে নিশ্চিত হল আবাহনীর শিরোপা।  

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.