
আবারও ব্যাটিং বিপর্যয়, বাংলাদেশের সিরিজ পরাজয়
প্রকাশিত হয়েছে - 2024-10-09T22:54:25+06:00
আপডেট হয়েছে - 2024-10-09T22:54:25+06:00
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে হারের ফলে নিশ্চিত হয়েছে টাইগারদের সিরিজ পরাজয়। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আরও একবার অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসন। দুজনের উদ্বোধনী জুটি থেমেছে দলের ১৭ রানের মাথাতে। স্যামসনকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। এরপর অভিষেককে ফেরান তানজিম হাসান সাকিব। ৭ বলে ১০ রান করেন স্যামসন। অভিষেক খেলেন ১১ বলে ১৫ রানের ইনিংস।
তিনে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব বেশি একটা সুবিধা করতে পারেননি। ১০ বলে ৮ রান করে সূর্যকুমারকে দারুণ এক স্লোয়ার ডেলিভারিতে ফেরান মুস্তাফিজুর রহমান। মাত্র ৪১ রানের মধ্যে ৩ উইকেট তুলে ভারতকে চাপে ফেলে দেন টাইগার পেসাররা। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে ভারত।
আগে ব্যাট করে বড় পুঁজি তোলে ভারত। তবে ভারতের আসল খেলা শুরু হয় পাওয়ারপ্লে শেষে। নিতিশ
কুমার রেডি এবং রিঙ্কু সিংয়ের চরম মারমুখি ব্যাটিংয়ের সুবাদে দ্রুত গতিতে এগোতে
থাকে ভারতের ইনিংস। আগ্রাসী ব্যাটিংয়ে টাইগার বোলারদের পিটিয়ে ছাতু বানাতে থাকেন
নিতিশ এবং রিঙ্কু। ব্যাটিং তাণ্ডবে দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১০৮
রান। ফিফটি হাঁকানো নিতিশ ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে বিদায় নেন দলের ১৪৯ রানের
মাথায়। পরে রিঙ্কুও ফিফটি ছুঁয়েছেন।
ফিফটি হাঁকিয়েই থেমেছেন তিনি। ২৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেন রিঙ্কু।
শেষ দিকে তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া। ১৯ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন হার্দিক। তার বিদায়ের পর কিছুটা কমে আসে ভারতের রানের গতি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২২১ রান তোলে ভারত।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।
টাইগার বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন ভারতীয় ব্যাটাররা।
জবাব দিতে নেমে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন দুই ওপেনার লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন। তবে অল্পতেই থেমেছেন দুজন। ২০ রানের মাথাতে উদ্বোধনী জুটি ভাঙে। ১২ বলে ১৬ রান করে বিদায় নেন ইমন। লিটনও বেশিক্ষণ টেকেননি। ১১ বলে ১৪ রানের ইনিংস খেলে ফিরে যান সাজঘরে।
লিটনের ঠিক আগের ওভারেই ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ বলে ১১ রান করেন অধিনায়ক। দারুণ শুরুর পরেও পাওয়ারপ্লেতে ৫০ রান তুলতে পারেনি বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে তুলেছে ৪৫ রান।
শুরুতে কিছুটা আশা জাগিয়েছিলেন ইমন।
পাওয়ারপ্লে শেষে বিদায় নেন তাওহিদ হৃদয়। ৬ বলে ২ রান
করেন তিনি।
হৃদয়ের বিদায়ের পর লড়াই চালাতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। তবে দলের চাহিদা মেনে রান তুলতে পারেননি তারা। ১৬ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন মিরাজ। রিয়াদ আরও কিছুক্ষণ টিকে ছিলেন।
তবে আরেক প্রান্তে ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ২
বলে ১ রান করে সাজঘরে ফিরে যান জাকের আলী অনিক। রিশাদ হোসেন নেমে কিছুটা ঝড়ের আভাস
দিলেও বেশিক্ষণ টেকেননি তিনিও। ১০ বলে ৯ রান করে বিদায় নেন রিশাদ।
শেষ দিকে লড়াই চালিয়েছেন রিয়াদ। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। একদম শেষ ওভারে ৩৯ বলে ৪১ রান করে আউট হন রিয়াদ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ১৩৫ রান তুলে থামে বাংলাদেশ। ম্যাচটা ৮৬ রানে জিতে নেয় ভারত।
ভারতের হয়ে ২টি করে উইকেট তোলেন বরুণ চক্রবর্তী এবং নিতিশ কুমার রেডি। ১টি করে উইকেট শিকার করেন আরশদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব এবং রিয়ান পরাগ।
এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।