আবারো ৪ উইকেট, ফাইফারের সামনে দাঁড়িয়ে সাকিব

প্রকাশিত হয়েছে - 2024-09-11T23:44:32+06:00
আপডেট হয়েছে - 2024-09-11T23:44:32+06:00
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে সাকিব আল হাসানের রাজত্ব চলছেই। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে সমারসেটের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে সারে। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া সাকিব দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৪ উইকেট, আছে ফাইফারের সুবর্ণ সুযোগও।
সমারসেটের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটই শিকার করেন সাকিব। মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে সাজঘরে ফেরান ব্যক্তিগত ৩ রানে। এরপর একে একে সাজঘরে ফেরান টম আবেল, জেমস রিউ ও অধিনায়ল লুইস গ্রেগোরিকে। তৃতীয় দিনের খেলা শেষ করার আগে ২৫ ওভার বল করেছেন, ৮৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ৫৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান জড়ো করা সমারসেটের লিড ১৯০ রান।
যদিও ব্যাট হাতে নেমে এদিন মলিন ছিলেন সাকিব। সারের চতুর্থ উইকেটের পতনের পর ক্রিজে এসে শুরুটা করেন দেখেশুনে। দলীয় ১৯৬ রানে, ৮৩তম ওভারে ক্রিজে নেমে লিচের তিন বলে কোনো রান নেওয়ার চেষ্টা করেননি। সেই লিচকে নিয়েই বেশি সাবধানী ছিলেন, তার কাছেই হারান উইকেট। বিদায় নেওয়ার আগে মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে হাঁকিয়েছেন একটি চার।
৮৮তম ওভারে দলীয় ২১৬ রানে সাকিব বিদায় নেন, ওভারের শেষ বলে লিচকেই ক্যাচ তুলে দিয়ে। সতীর্থ বেন ফোকসকে ৩৩ রানে ক্রিজে রেখেই ধরেন সাজঘরের পথ।
দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও বল হাতে সাকিব ছিলেন উজ্জ্বল। সমারসেটের ঘরের মাঠ টাউনটনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক লুইস গ্রেগোরি। দলীয় ৯৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় সমারসেট। প্রথম ৩ উইকেট পতনে ছিল না সাকিবের কোনো অবদান। তবে এরপরও শুরু বাংলাদেশি তারকার ভেলকি। সাকিবের প্রথম শিকার হয়ে মাত্র ১ রানের জন্য অর্ধশতকের মাইলফলকে পা রাখতে পারেননি আবেল। দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও তিনি শিকার হন সাকিবের।
টম ব্যান্টন প্রতিরোধ গড়ে তুললেও প্রথম দিনের শেষ বিকেলে সাকিবদের সামনে বাকিরা ছিলেন অসহায়। ব্যান্টনের ১৩২ রানের ইনিংস দলীয় পুঁজিকে তিনশোর ওপরে নিয়ে যায়। শেষদিকে সাকিবের কাছে পরপর উইকেট হারিয়ে ৩১৭ রানে গুটিয়ে যায় সমারসেট। আবেলের পর সাকিব তুলে নেন ক্যাসি আলদ্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট রান্ডেলের উইকেট। ৩৩.৫ ওভার বল করে ৭ মেডেন আর ৯৭ রান খরচায় বনে যান দলের সেরা বোলার। দ্বিতীয় ইনিংসেও সে পথেই হাঁটছেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।