██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আমরা ভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না : মাশরাফি

শুধু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটাররাই নন, মাশরাফি উদাহরণ টানলেন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পারফর্ম করা ক্রিকেটারদেরও।

আমরা ভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না : মাশরাফি
Afrid Mahmud Rifat

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-01-26T15:42:38+06:00

আপডেট হয়েছে - 2023-01-26T15:42:38+06:00

ঘরোয়া ক্রিকেটে ভালো করেও আন্তর্জাতিক ক্রিকেটে এসে পারফর্ম করতে পারছেন না তরুণ ক্রিকেটাররা। তার জন্য রুট লেভেলের ক্রিকেটকে দায়ি করছেন মাশরাফি। সেই সঙ্গে নিজেদের সময় যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না সেজন্য ভাগ্যবানও মনে করছেন।

বাংলাদেশের-ক্রিকেটের-শিকড়-শক্ত-নয়-বলছেন-মাশরাফি 

এই তো দশ- এগারো বছর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমের এতটা প্রভাব ছিল না যতটানা বর্তমানে রয়েছে। এখন তো ইন্টারনেট ও মোবাইল সবার হাতে থাকায় সবকিছু সহজ হয়ে গেছে। ট্রল করাটা শুধু বাংলাদেশেই নয়, ভারত, পাকিস্তান সহ প্রায় সব দেশেই এমনটা হচ্ছে।

বাংলাদেশে তো এখন প্রতিনিয়তই ট্রলের শিকার হচ্ছেন ক্রিকেটাররা। তরুণ-সিনিয়র ক্রিকেটার কেউই ছাড় পাচ্ছে না। মাশরাফির মতে আগের দশকে সামাজিক যোগাযোগের প্রভাব থাকলে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ- কেউই বর্তমানে ক্রিকেট খেলতে পারত না।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

“বাংলাদেশে আপনি হাতেগোনা দুই-তিন জন প্লেয়ার পেতে পারেন যারা এই ধরণের আক্রমণ ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেটে সাস্টেইন করে ১৪-১৫ বছর খেলেছে। তামিম হয়ত তামিম হতে পারত না। মুশফিক ‘ইন’ অ্যান্ড ‘আউট’ ছিল। মাহমুদউল্লাহর ক্ষেত্রেও একই। তো আপনি বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন এভাবেই ১০-১২ বছর ক্রিকেট খেলেছে।”

তিনি আরও যোগ করেন, “এখানে শুধু নির্দিষ্ট ব্যক্তিকে নিয়েই যে হয় তা নয়। যখন যাকে মনে হয়- দুইটা লাইক, কমেন্ট পাওয়ার আশায় আনন্দদায়ক কিছু করা। এদেশে নেতিবাচক জিনিসই বেশি পিক করে। তাই ইতিবাচক কিছু লিখে তো লাভ নেই। ফেসবুকে ব্যক্তি আক্রমণের ক্ষেত্রে ইতিবাচক জিনিস খুব কম পাবেন। লিটনের সঙ্গেও হয়েছে।”

মাশরাফি অবশ্য নিজেকে এদিক থেকে ভাগ্যবান মনে করছেন। কারণ ২০১৯ বিশ্বকাপ আগ পর্যন্ত তাঁকে নিয়ে প্রশ্ন তোলেনি কেউ। তবে অধিকাংশ ক্রিকেটারই সমলোচনায় ভেঙে পড়েন। তাঁর কারণও জানালেন মাশরাফি এবং দিলেন পরামর্শও।

“আমরা খুবই ভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। বর্তমানে যারা খেলছে তাঁরা যদি কে কী বলল বা লিখল- এসবে কান না দেয়, মানসিকভাবে শক্ত, তাঁদের জন্য কাজটা সহজ হবে। কারণ বাংলাদেশে শিকড় থেকে যারা উঠে আসে তাঁদের ভিত্তি অনেক শক্ত না। আমাদের সিস্টেমেই এমন নেই। এক-দুইটা টুর্নামেন্টে ভালো খেললেই জাতীয় দলে ডাক পায়। তার মানে এই নয় যে তাঁদের গোড়া শক্ত।”

বাংলাদেশের ক্রিকেটাররা ঘরোয়া লিগে ভালো করেই জাতীয় দলে ডাক পান। তবে আন্তর্জাতিক পর্যায়ে এসে পারফর্ম করতে ব্যর্থ হন অধিকাংশই। মাশরাফি উদাহরণ হিসেবে টানলেন ভারতের রঞ্জি ট্রফি, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের।

“জাতীয় দলে তো বিশ্বের সেরা পাঁচ বোলারই বোলিং করে সেটা জিম্বাবুয়ের হলেও। চ্যালেঞ্জটা কিন্তু থেকে যায়। আপনি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট দেখেন। তাঁরা কিন্তু সেখান থেকে খেলেও এসেও আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্রাগল করে। তো আমাদের চার-পাঁচ বছর লাগাটা খুবই স্বাভাবিক।”

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.