‘আমি দীপ্তি নই’, বাটলারকে সতর্ক করে স্টার্কের খোঁচা
দীপ্তি নাম নিয়ে খোঁচা দেওয়ায় ভারতীয়রা বেশ ক্ষেপেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার স্টার্কের ওপর।

প্রকাশিত হয়েছে - 2022-10-15T22:22:30+06:00
আপডেট হয়েছে - 2022-10-15T22:27:56+06:00
মিচেল স্টার্ক ও জস বাটলারের কাণ্ডের পর আবারও উঠে এসেছে মানকাড ইস্যু। মূলত এটি ঘটেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে। তবে সেখানে আলোচনায় এসেছে ভারতের নারী দলের ক্রিকেটার দীপ্তি শর্মার নাম।
বাটলারকে-সতর্ক-করলেন-স্টার্ক
কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে মানকাড করে বেশ আলোচনায় এসেছিলেন দীপ্তি। ইংল্যান্ডের বেশি রান না প্রয়োজন হলেও উইকেট ছিল হাতে মাত্র একটি। আর সেটির সুযোগই নিয়েছিলেন ভারতের দীপ্তি শর্মা। ব্যাটার ক্রিজে বাইরে চলে গেলে মানকাড করে আউট করেন।
তারপর থেকেই শুরু হয় আলোচনা-সমলোচনা। অনেকেই দাবি করেন এটি ক্রিকেটের চেতনার বাইরে। আবার অনেকেই বলেছেন দীপ্তি ইচ্ছে করেই বল না ছেড়ে ব্যাটার ক্রিজের বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করেছেন।
সেই যাই হোক আইসিসির নতুন নিয়মে ‘মানকাড’ এখন বৈধ। এখন থেকে কেউ আউট করলে সেটিকে ক্রিকেটের চেতনার বাইরে বলাটা খুব একটা শোভা দিবে না। তবে সম্প্রতি আবারও উঠে এসেছে মানকাড ইস্যুটি।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ চলছিল। ম্যাচের পঞ্চম ওভারে বোলিং করেন স্টার্ক, নন-স্ট্রাইকে ছিলেন বাটলার। ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ককে ক্রিজ ছাড়তে দেখে স্টার্ক থেমে যান এবং সঙ্গে সঙ্গেই বলে উঠেন ‘আমি দীপ্তি নই যে আউট করব।’
“আমি দীপ্তি নই। কিন্তু আমি এভাবে আউট করতে পারি।” অবশ্য বাটলারের দাবি ছিল তিনি ক্রিজ থেকে বেরই হননি। স্টার্কের মুখে দীপ্তির নাম শুনে ক্ষুদ্ধ হয়েছেন ভারতীয়রা। এই নিয়ে স্টার্কের সমলোচনাও করেন।
কয়েক বছর আগে এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন ইংলিশ অধিনায়ক বাটলার। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে অশ্বিনের ওভারে মানকাডের শিকার হন বাটলার। এতে অবশ্য বেশি সমলোচনা হয়েছে অশ্বিনেরই। বিগত সময়ে এই ইস্যুতে বেশি আলোচনায় হওয়া আইসিসি এই আউটকে বৈধ ঘোষণা করে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।