আমি যেখানে ব্যাটিং করি, সেখানে ৩০-৪০ রানও ভালো স্কোর: মিঠুন
চলতি আসরে প্রথম ফিফটির দেখা পেলেন মিঠুন।

আমি যেখানে ব্যাটিং করি, সেখানে ৩০-৪০ রানও ভালো স্কোর: মিঠুন
প্রকাশিত হয়েছে - 2023-01-31T20:40:10+06:00
আপডেট হয়েছে - 2023-01-31T20:40:10+06:00
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটর্স। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ মিঠুন। মিঠুনের দারুণ এক ফিফটিতে ভর করেই সহজ পেয়েছে ঢাকা।
দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন মিঠুন। ছবিঃ বিডিক্রিকটাইম
টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি পেয়ে দারুণ খুশি মিঠুন। এদিন ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ পান মিঠুন। আর তাতেই তার ব্যাট হাসে। অন্যান্য ম্যাচে কিছুটা নিচের দিকে ব্যাটিং করায় খুব বেশি রান করার সুযোগ কিংবা সময় কোনোটাই পাননি তিনি। একবার সুযোগ পেয়েই ফিফটি হাঁকিয়ে তাই বেশ খুশি তিনি। ধন্যবাদ জানিয়েছেন ম্যানেজমেন্টকেও।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘আসলে আমি ত পুরো টুর্নামেন্টে পিছনে ব্যাটিং করেছি। আমাদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ যারা আমাকে সুযোগ দিয়েছে ওপরে ব্যাটিং করার জন্য। আমি চেষ্টা করেছি দলের যা প্রয়োজন তা মেটাতে।’
নিজের আগের ইনিংসগুলোতে ফিফটি করতে না পারলেও সেগুলোকে ব্যর্থ মানতে নারাজ মিঠুন। বরং তার ব্যাটিংয়ের পজিশন অনুযায়ী ৩০-৪০ কেও ভালো স্কোর মনে করেন তিনি। এই সম্পর্কে মিঠুন বলেন, ‘আমি বলব না ব্যর্থতা (আগের ইনিংসগুলো)। কারণ আমি যেখানেই ব্যাটিং করেছি সেখানে ৩০-৪০-৪৫ ও ভালো স্কোর। কারণ আপনি কিন্তু সবসময় ৫০, ৭০-৮০ করার মত সময় পাবেন না। তো আমার এমন কিছু ইনিংসও ছিল। হয়ত আমার দল অনেক চাপে থাকত। শুরুতেই ৩ উইকেট পড়ে যেত। তখন আবার ইনিংস পুনর্গঠন করতে হত।’
মিঠুন সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে ভর করে সহজেই জিতেছে ঢাকা। ছবিঃ বিডিক্রিকটাইম
মিঠুন আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে আপনি প্রতিদিন ভালো খেলতে পারবেন না। যেদিন আপনার সময় আসবে সেদিনকে পুরোপুরিভাবে কাজে লাগাতে হবে। আমি ভালো সুযোগের অপেক্ষায় ছিলাম। ক্রিকেটার হিসেবে তো আমি চাই বড় ইনিংস খেলতে। বড় ইনিংস না খেললে তো কারও চোখে পড়বে না। সবসময়ই আমরা চেষ্টা করি আমাদের সেরাটা দেওয়ার। কখনও হয়, কখনও হয় না। কখনও আবার আমরা ব্যর্থ হই। এরকমই আসলে।’
এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৩ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে মিঠুনের দল ঢাকা ডমিনেটর্স।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।