Scores

‘আরও ভালো’ খেলতে না পারার আক্ষেপ সাকিবের

এক সিরিজ বিরতির পর আবারও ওয়ানডেতে সিরিজ সেরার খেতাব পেলেন সাকিব আল হাসান। তারকা এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাবর্তনী সিরিজে হয়েছিলেন সেরা খেলোয়াড়। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শেষেও তিনিই পেলেন সেরার খেতাব।

'আরও ভালো' খেলতে না পারার আক্ষেপ সাকিবের

তবে তাতেও যেন মন ভরছে না সাকিবের। আরও একটু ভালো খেললে আরও ভালো লাগত- সাকিবের এমন কথাতেই স্পষ্ট, নিজেকে নিংড়ে দিতে কখনও যে কার্পণ্য নেই তার। নাহলে তিন ম্যাচের এক সিরিজে সেঞ্চুরি আর পাঁচ উইকেটের পরও কি কেউ ‘আরও ভালো’র খোঁজ করেন!

Also Read - বিশ্বকাপের আগে পরিপূর্ণ দল হয়ে উঠতে হবে : তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে সাকিব বলেন, ‘দলে যেভাবে অবদান রাখতে পেরেছি তাতে খুশি। অবশ্য ভালোর তো শেষ নেই। আরও ভালো করতে পারলে আরও ভালো লাগত। তবে যেভাবে সিরিজ গেল সেদিক থেকে খুশি।’

জিম্বাবুয়ে কাগজে-কলমে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বলে সাকিব অবশ্য এই সিরিজের সাফল্যকে খাটো করে দেখতে নারাজ। তিনি বলেন, ‘প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। এখন হয়ত কিছু এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে। দল সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করবে। আর ভালো ফলাফল দলের আত্মবিশ্বাস বাড়ায়। সেদিক থেকে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সিরিজ।’

সাকিব মনে করেন, জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশকে কিছু ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়েছে। শেষমেশ সব পরীক্ষায় উতরাতে পারায় স্বভাবতই খুশি ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার।

তিনি বলেন, ‘বেশ কিছু পরিস্থিতি ছিল যখন আমাদের ভালো পরীক্ষা দিতে হয়েছে। আমার মনে হয় ভালোভাবেই আমরা সেই পরীক্ষায় উতরাতে পেরেছি। ভালো বা উন্নতির তো শেষ নেই। এখান থেকে আরও যত উন্নতি করতে পারি। নিয়মিত উন্নতি করলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’ 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

আমাদের দল ভারসাম্যপূর্ণ, সব বিভাগেই পরিপূর্ণ : রিয়াদ

মেহেদীকে ওয়ান ডাউনে খেলানোর কারণ ব্যাখ্যা করলেন রিয়াদ

পুরনো চোটে কাবু মুস্তাফিজ, ব্যথা নিয়ে করেছেন বোলিং

শামীম অসাধারণ ট্যালেন্ট, দারুণ অলরাউন্ডার : রিয়াদ

হারের জন্য ব্যাটিং ও ফিল্ডিংকে দুষলেন রিয়াদ