আরশদীপের সাথে দুর্ব্যবহার, সমালোচনায় ভাসছেন রোহিত
বিষয়টি মানতে পারছেন না সমর্থকরা। একজন অধিনায়ক হয়ে রোহিত কীভাবে সতীর্থদের সাথে এমন আচরণ করলেন, উঠছে সেই প্রশ্ন।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-09-07T11:42:10+06:00
আপডেট হয়েছে - 2022-09-07T11:42:10+06:00
সতীর্থ আরশদীপ সিংয়ের সাথে দুর্ব্যবহার করে সমালোচনার সাগরে ভাসছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচ চলাকালে রোহিতকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা যায় আরশদীপের সাথে। ম্যাচ শেষ হতেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ম্যাচের শেষ ওভারে আরশদীপকে ডিফেন্ড করতে হতো ৭ রান। তা করতে না পারলেও বল হাতে আরশদীপ ছিলেন দুর্দান্ত। তার দারুণ সব ইয়র্কার থেকে রান বের করতে চেষ্টার পাশাপাশি ভাগ্যের সহায়তা নিতে হয়েছে লঙ্কানদের।
শেষদিকে যখন কোনোভাবে লঙ্কানদের জয় রুখে দেওয়া যাচ্ছিল না, তখন আরশদীপ অধিনায়ক রোহিতের পাশে এসে কোনো একটি পরামর্শ দিতে চাচ্ছিলেন। তবে আরশদীপ পাশে আসতেই রোহিত তাকে তাচ্ছিল্য করে মুখের ওপর কিছু বলে দিয়ে চলে যান।
বিষয়টি মানতে পারছেন না সমর্থকরা। একজন অধিনায়ক হয়ে রোহিত কীভাবে সতীর্থদের সাথে এমন আচরণ করলেন, উঠছে সেই প্রশ্ন। একনজরে দেখে নিন টুইটার প্রতিক্রিয়া।