আলাদা টি-২০ টুর্নামেন্ট আয়োজন কেন সহজ নয়, ব্যাখ্যা পাপনের

প্রকাশিত হয়েছে - 2024-05-06T21:25:09+06:00
আপডেট হয়েছে - 2024-05-06T21:25:09+06:00
বিপিএলের বাইরে আরো একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দাবি দীর্ঘদিনের। তবে প্রথম শ্রেণির দুই আসর এনসিএল ও বিসিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া যেখানে আর কোনো সাদা বলের টুর্নামেন্টই নেই, সেখানে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আশা করা অনেকের কাছেই বিলাসিতা। এছাড়াও আছে আরও নানা সীমাবদ্ধতা, এবার যা তুলে ধরলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সম্প্রতি সাকিব আল হাসান জানান, বিশ্বকাপের আগে টি-২০ ফরম্যাটে কোনো টুর্নামেন্ট হলে প্রস্তুতিতে ভালো হত। এছাড়া বিপিএলে দেশি ক্রিকেটাররা আদৌ কতটা প্রাধান্য পান, এই প্রশ্ন তুলে অনেকেই দেশে আরও একটি টি-২০ লিগ আয়োজনের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।
তবে কী কারণে বিসিবি আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না, জানালেন বিসিবি সভাপতি, 'এটা করতে গেলে বিসিবিকে করতে হবে। ক্লাব বা কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে বলে আমার মনে হয় না। আমাদের দেশে এখন এই জিনিসটাই আছে- জাতীয় দলের খেলোয়াড়রা না থাকলে ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ হয় না। আলাদা একটা করা যেতে পারে। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়দের খেলার সুযোগ নেই।'
'এমনিতেই ওদের উপর অনেক বেশি চাপ যাচ্ছে। অন্যান্য দেশে জাতীয় দলের খেলোয়াড়রা না থাকলেও কিছু হয় না। আমাদের ক্লাব-ফ্র্যাঞ্চাইজিরা জাতীয় দলের খেলোয়াড় ছাড়া খেলতে চায় না।'
বিগত দিনে অবশ্য ডিপিএলের টি-টোয়েন্টি ফরম্যাট দেখা গেছে আলাদা টুর্নামেন্টে। তবে জাতীয় দলের ক্রিকেটারদের আশানুরূপভাবে পাওয়া যায় না বলে এতে আগ্রহ কমেছে ক্লাবগুলোর।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।