আশা করব অ্যান্ডারসন ২০ উইকেটই শিকার করবে : স্টোকস
অ্যান্ডারনসনকে এখনো বিশ্বমানের বোলারদের মতোই দক্ষ আখ্যায়িত করেছেন ইংলিশ অধিনায়ক স্টোকস।

প্রকাশিত হয়েছে - 2024-07-09T13:11:53+06:00
আপডেট হয়েছে - 2024-07-10T00:48:32+06:00
আগামী সপ্তাহেই নিজের শেষ টেস্ট খেলতে নামবেন এই ফরম্যাটের অন্যতম সেরা বোলার জেমস অ্যান্ডারসন। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট দিয়ে অবসরে যাচ্ছেন এই তারকা। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বিশ্বাস করেন, এখনো বিশ্বমানের বোলারদের মতোই দক্ষ অ্যান্ডারসন।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এখন থেকেই আগামী বছরের অ্যাশেজের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড৷ ২০১০ সালের পর অজিদের মাটিতে সিরিজ জয়ের উদ্দেশ্যেই দল গোছানো হচ্ছে। দলে চলছে পরিবর্তনের ধারা।
ইংল্যান্ডের দ্যা টেলিগ্রাফের সাথে একটি সাক্ষাৎকারে স্টোকস মনে করিয়ে দেন স্টুয়ার্ট ব্রডের অবসরের কথা এবং সেরা অবস্থানে থেকে শেষ করার কথা। তার মতে, অ্যান্ডারসনের অনুরূপভাবে শেষ করা উচিত।
স্টোকস বলেন, " আশা করি, আমি যদি সৎ থাকি সে ২০টি উইকেটই নিবে। আমি ব্রডের অবসরের কথা শুনেছি এবং সে সেরা হতে চেয়েছিল এবং এমন একটি জিনিস বলেছিল যা আমাকে ভাবতে বাধ্য করেছিল। বলেছিল, আমি চাই না, একজন নতুন খেলোয়াড় আসুক এবং আমি ভেবেছিলাম ব্রড ভালো মনে কথাটি বলেছিল।"
স্টোকস মানছেন অ্যান্ডারসন এখনো বিশ্বমানের বোলার। তবে দলে অ্যান্ডারসনের অসাধারণ ভূমিকার পরও ভবিষ্যতে দলের ভালোর স্বার্থে কঠিন সিদ্ধান্তের প্রয়োজন পড়ে বলে জানান স্টোকস।
" জিমির(অ্যান্ডারসন) দক্ষতা খুবই ভালো এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখনও উপযুক্ত। তবে আমাদের বড় সিদ্ধান্ত নিতে হয় এবং ১৮ মাসের মধ্যে অ্যাশেজ রয়েছে। কেউ বলবে না জেমস অ্যান্ডারসন ভালো বোলার ছিল কারণ সে অসাধারণ।"
স্টোকস জোর দিয়েছিলেন সিদ্ধান্ত গ্রহণের উপর। সেটাকে বাইরের মতামত দ্বারা প্রভাবিত করা উচিত নয়। তবে দলের জন্য কী সেরা তা নিয়ে ভাবা উচিত।
" অন্যরা এটা নিয়ে কী ভাবতে পারে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে না কেউ সিদ্ধান্ত নিতে পারে না। আমি এখানে দলের জন্য কী সেরা বলে মনে করি তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিই। কিন্তু এর সাথে এখন অস্ট্রেলিয়ার কথা মাথায় ছিল।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।