Scores

আয়ারল্যান্ডে ‘চাপ’ থাকবে, জানেন তাসকিনও

বিপিএলে ভালো করেছিলেন, যদিও এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপান হয়নি; সেটি ‘আততায়ী’ ইনজুরির কারণে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকলেও ফিটনেসের ঘাটতি সেই সুযোগও দেয়নি।

আয়ারল্যান্ডে চাপ থাকবে, জানেন তাসকিন

বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ার খবর শুনে আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন তাসকিন আহমেদ। সাংবাদিকদের সামনেই ঝরেছিল তার চোখের জল। সেই মানসিক ধাক্কা সামলাতে সাহায্য করেছে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক, যদিও সেটিও এসেছে অনেক দেরিতে।

Also Read - আয়ারল্যান্ডের বিপক্ষেই অভিষেক হচ্ছে আর্চারের


 

তাসকিন আহমেদ জানিয়েছেন, আয়ারল্যান্ডে ভালো করতে হলে তার উপর অনেক চাপ কাজ করবে এটি অনুধাবন করতে পারছেন তিনি নিজেও। তবুও ভালো করার প্রত্যয় থেকে রয়েছেন ‘ইতিবাচকতা’য় পরিপূর্ণ।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তাসকিন বলেন, ‘আয়ারল্যান্ডে পারফর্ম করতে গেলে আমার উপর অনেক চাপ থাকবে। তবু আমাকে ভালো করতে হবে। আমার উপর থাকা চাপ কমানোর চেষ্টা করে যাচ্ছি।’

সমর্থকরা তার উপর যে প্রত্যাশা রেখেছেন, তা থেকে সৃষ্ট ‘চাপে’র কারণে খুব একটা প্রভাবিত হন না তাসকিন, জানালেন এমনটিই।

 

তাসকিন বলেন, ‘ভালো করব- এটি আমার নিজেরই প্রত্যাশা। আমি নিজেই তো ভালো করতে চাই। আর ক্রিকেট সমর্থকদের বেশিরভাগই তো সবসময় ইতিবাচক। তবে তারা আমাকে কীভাবে ভাবছেন এটি আমার উপর কোনো প্রভাব ফেলে না।’

আয়ারল্যান্ডে নিজের ‘কর্মপরিকল্পনা’ সম্পর্কে জানিয়ে তাসকিন আরও বলেন, ‘অতীতে যেভাবে বল করেছি সেভাবেই করতে চাই। খুব বেশি ম্যাচ না খেলে দলে ফিরে আসাটা সহজ বিষয় নয়। ক্রিকেটে আপনি আপনার জায়গা হারালে সেটা অন্য কেউ নেবে এবং  কখনো কখনো ভালো করবে। তাই কামব্যাক করা সহজ নয়।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ধোনির অবসরে সরব সমর্থকেরা, একহাত নিলেন স্ত্রী সাক্ষী

অস্ট্রেলিয়ায় ভারতের দিবারাত্রির টেস্ট চূড়ান্ত

আইসিসিকে ভারতের পাল্টা হুমকি

বিশ্বকাপের ম্যাচ ‘ইচ্ছা করে হেরেছিল’ ধোনি

আইসিসি ক্রিকেটকে শেষ করে দিচ্ছে: শোয়েব