ইংলিশদের গুঁড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয়
ওয়ানডে বিশ্বকাপে এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশকে হারাল আফগানিস্তান।

ইংলিশদের গুঁড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয়
প্রকাশিত হয়েছে - 2023-10-15T22:02:33+06:00
আপডেট হয়েছে - 2023-10-15T22:34:12+06:00
এবারের বিশ্বকাপের প্রথম অঘটনটা তাহলে ঘটেই গেল! ম্যাচের আগে কিংবা দুই ইনিংসের মাঝের সময়েও কি কেউ ভাবতে পেরেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেবে আফগানিস্তান? কেউ না ভাবলেও আফগানরা ভেবেছিল ঠিকই, করে দেখিয়েও দিয়েছে। বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ঐতিহাসিক এক জয় পেয়েছে আফগানিস্তান। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
দারুণ এক জয় পেল আফগানিস্তান। ছবি : গেটি ইমেজস
দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করে আফগানরা। দুই ওপেনার ইবরাহিম জাদরান এবং রহমানউল্লাহ গুরবাজ শুরু থেকেই ছিলেন দারুণ সাবলীল। ইবরাহিম একটু দেখেশুনে খেললেও চালিয়ে খেলছিলেন গুরবাজ। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে রান উঠতে থাকে আফগানিস্তানের বোর্ডে।
দারুণ ব্যাটিংয়ে দ্রুতই ফিফটি ছুঁয়ে ফেলেন গুরবাজ। অন্য প্রান্তে ইবরাহিম যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন গুরবাজকে। দুজনে মিলে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আফগানদের ইনিংস। ইংল্যান্ডের বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না গুরবাজ-ইবরাহিম। তাদের জুটি ছুঁয়ে ফেলে ১০০ রানও। দুর্দান্ত খেলতে থাকা গুরবাজ একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে।
দলের ১১৬ রানের মাথায় ভাঙ্গে উদ্বোধনী জুটি। ৪৮ বলে ২৮ রান করে আউট হন ইবরাহিম। মাঝে এক ওভার বিরতি দিয়ে আউট হন তিনে নামা রহমত শাহ। ৮ বলে ৩ রানের ইনিংস খেলেন তিনি। দুজনকেই ফিরিয়েছেন আদিল রশিদ।
রহমত যেই ওভারে আউট ঠিক সেই একই ওভারে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান গুরবাজ। দারুণ এক সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও তা আর ছুঁতে পারেননি আফগান ওপেনার। আউট হওয়ার আগে খেলেছেন ৫৭ বলে ৮০ রানের অনবদ্য এক ইনিংস। দলের রান তখন ১২২।
গুরবাজ খেলেছেন অনবদ্য এক ইনিংস। ছবি : গেটি ইমেজস
গুরবাজের আউটের পর কমে যায় আফগানদের রানের গতি। মাঝে আজমতউল্লাহ ওমরজাই এবং হাশমতউল্লাহ শহীদি ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৩৬ বলে ১৪ রান করেন অধিনায়ক শহীদি। অন্যদিকে ওমরজাই খেলেন ২৪ বলে ১৯ রানের ইনিংস।
শেষ দিকে রশিদ খানকে সাথে নিয়ে দলের হাল ধরেন ইকরাম আলিখিল। ক্রিজে বেশ ভালোভাবে জমে যান দুজনই। দ্রুত কিছু উইকেট হারালেও শেষ দিকে দারুণভাবে কামব্যাক করে আফগানিস্তান। ইকরাম এবং রশিদের ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ কিছু রান। বেশি দাপট দেখিয়েছেন ইকরামই। ফিফটি হাঁকিয়ে ৬৬ বলে ৫৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ইকরাম। অন্যদিকে রশিদ করেন ২২ বলে ২৩ রান। শেষ দিকে নেমে ১৬ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন মুজিব। ৪৯.৫ ওভার শেষে ২৮৪ রানের মাথায় অলআউট হয় আফগানিস্তান।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন আদিল রশিদ। এছাড়া ২ উইকেট শিকার করেন মার্ক উড।
জবাব দিতে নেমে নিজেদের স্বভাবসুলভ আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকে ইংল্যান্ড। তবে তাতে লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। দলের ৩ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার জনি বেয়ারস্টো। মাঝে ডেভিড মালান টিকে গিয়েছিলেন অবশ্য। কিন্তু ভালো শুরুর পরেও বড় ইনিংস খেলতে পারেননি মালান। ৩৯ বলে করেছেন ৩২।
শুরু থেকেই ইংল্যান্ডকে চেপে ধরেন আফগান বোলাররা। ছবি : গেটি ইমেজস
তিনে নেমে ধুঁকেছেন জো রুটও। ১৭ বলে ১১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এক প্রান্তে হ্যারি ব্রুক দাঁড়িয়ে গেলেও আরেক প্রান্তে থিতু হতে পারছিলেন না কেউই। একের পর এক উইকেটের পতনে হারের শঙ্কা চোখ রাঙাতে শুরু করে ইংল্যান্ডকে। অধিনায়ক জস বাটলার আউট হন দলের ৯১ রানের মাথায়, ১৮ বলে ৯ রান করে।
লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারান দুজনই খেলেছেন ১০ রানের ইনিংস। দলের ১৩৮ রানের মধ্যে এই দুজনসহ মোট ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের একদম চেপে ধরেন আফগান বোলাররা। তবে এত প্রতিকূলতার মাঝেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন হ্যারি ব্রুক। এক প্রান্ত আগলে রেখে লড়াকু এক ফিফটি তুলে নেন ব্রুক।
ইংল্যান্ডের হয়ে একাই লড়ছিলেন হ্যারি ব্রুক। ছবি : গেটি ইমেজস
দারুণ সব শটে এগিয়ে যাচ্ছিলেন ব্রুক। ফিফটির পরেও ছিলেন বেশ সাবলীল। তবে শেষরক্ষা হয়নি। ৬১ বলে ৬৬ রান করে দলের ১৬৯ রানের মাথায় থামতে হয় ব্রুককে। তাকে আউট করেন মুজিব। আর সেখানেই যেন ইংল্যান্ডের জয়ের সব আশা শেষ হয়ে যায়।
শেষ দিকে আদিল রশিদ এবং মার্ক উড মিলে চেষ্টা চালালেও লাভের লাভ কিছু হয়নি। দলের হারের ব্যবধানটাই কমেছে শুধু। ধুঁকতে ধুঁকতে ২১৫ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড। ৬৯ রানের দাপুটে এক জয় পায় আফগানিস্তান।
রশিদ-মুজিবদের সামলাতে পারেনি ইংল্যান্ড। ছবি : গেটি ইমেজস
আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মুজিব উর রহমান এবং রশিদ খান। এছাড়া ২ উইকেট নেন মোহাম্মদ নবী। এছাড়া ১টি করে উইকেট নেন নাভিন-উল-হক এবং ফজলহক ফারুকী।
এই জয়ের ফলে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম এবং ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল আফগানরা। টেস্ট খেলুড়ে কোনো দেশকে হারাল এই প্রথম।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।