██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ইংলিশের ঝড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

৪৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ।

ইংলিশের ঝড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ইংলিশের ঝড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-09-06T22:51:20+06:00

আপডেট হয়েছে - 2024-09-06T22:51:20+06:00

এক ম্যাচ হাতে রেখেই স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭০ রানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে অজিরা। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া, নিশ্চিত হয়েছে সিরিজ জয়।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার। 

এডিনবার্গে টসে জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড। আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা ট্রাভিস হেড এদিন ফিরেছেন গোল্ডেন ডাকে। হেডের ওপেনিং সঙ্গী জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও সেভাবে আলো ছড়াতে পারেননি। দলীয় ২৩ রানের মাথায় ১৬ বলে ১৬ রান করে আউট হন তিনি। দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই কিছুটা চাপে পড়ে যায় অজিরা।

তবে সেই চাপ নিমিষেই উড়িয়ে দিয়েছেন জশ ইংলিশ। তিনে নামা ইংলিশের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে পথ হারায়নি অস্ট্রেলিয়া। শুরুতে ২ উইকেট হারানোর পরে পাওয়ারপ্লের ৬ ওভারে ৫৫ রান তুলে ফেলে অজিরা। পাওয়ারপ্লে শেষেও চলেছে ইংলিশের তাণ্ডব। আরেক প্রান্তে ক্যামেরন গ্রিন অতটা আগ্রাসী না হলেও ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন হেডকে।

দারুণ ছন্দে ছিলেন অজি ব্যাটাররা। 

দুজনের জুটিতে চড়ে ছুটতে থাকে অস্ট্রেলিয়া। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে ফেলেন ইংলিশ। গ্রিনের সামনেও সুযোগ ছিল ফিফটি করার। তবে সুযোগটা লুফে নিতে পারেননি তিনি। দলের ১১৫ রানের মাথায় ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান গ্রিন।


তবে ইংলিশকে থামানো যায়নি। তার বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে ফুলেফেঁপে উঠতে থাকে অজিদের স্কোরবোর্ড। ইংলিশ নিজেও চলে যাচ্ছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছে। দুর্দান্ত ব্যাটিংয়ে শেষমেশ মাত্র ৪৩ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন ইংলিশ। দলের ১৭৯ রানের মাথায় সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ১০৩ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন ইংলিশ।

  ঝলমলে সেঞ্চুরি হাঁকান ইংলিশ। 
শেষ দিকে ২০ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন মার্কাস স্টয়নিস। ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন টিম ডেভিড। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

 

স্কটল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন ব্র্যাড কারি। এছাড়া ১ উইকেট তোলেন ক্রিস সোল। 


জবাব দিতে নেমে স্কটল্যান্ডকে ভালো শুরু এনে দিয়েছিলেন ওপেনার জর্জ মুন্সে। তবে ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। দলীয় ২০ রানের মাথায় ৯ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান স্কটিশ ওপেনার। তার ঠিক আগের ওভারে ৩ বলে ১ রান করে আউট হন আরেক ওপেনার মাইকেল জোনস। দুই ওপেনারের বিদায়ের পর তিনে নেমে দলের হাল ধরেন ব্রেন্ডন ম্যাকমুলেন। 

সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। 

বাকিরা ক্রিজে বেশিক্ষণ টিকতে না পারলেও ম্যাকমুলেন ছিলেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে স্কটল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও তাণ্ডব চালিয়ে গেছেন ম্যাকমুলেন। যদিও আরেক প্রান্তে তেমন কেউ থিতু হতে পারেননি। ফলে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে স্কটিশরা। 


দারুণ খেলতে থাকা ম্যাকমুলেনকেও থামতে হয়েছে একসময়। তবে সাজঘরে ফেরার আগে ফিফটি তুলে নিয়েছেন তিনি। দলের ১০৬ রানের মাথায় ৪২ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন ম্যাকমুলেন। 


এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে স্কটল্যান্ডের ইনিংস। মাত্র ২০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ১২৬ রানের মধ্যে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। ম্যাকমুলেন এবং মুন্সে বাদে কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। 


অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন মার্কাস স্টয়নিস। ২ উইকেট তোলেন ক্যামেরন গ্রিন। ১টি করে উইকেট শিকার করেন জাভিয়ের বার্টলেট, অ্যারন হারডি, অ্যাডাম জাম্পা এবং শন অ্যাবট।  


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.