ইংল্যান্ডকে হারানোর এটাই সেরা সময় : হোল্ডার
ইংল্যান্ডের হারানোর ভালো সুযোগ দেখছেন হোল্ডার

প্রকাশিত হয়েছে - 2024-07-09T14:04:13+06:00
আপডেট হয়েছে - 2024-07-09T14:04:13+06:00
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ফিরেছেন জেসন হোল্ডার। দীর্ঘদিন পর টেস্টে ফিরেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবীয়দের স্মরণীয় জয়ে তাকে টেস্টে ফিরতে অনুপ্রেরণা দিয়েছে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট জেতানোর বড় নায়ক ছিলেন শামার জোসেফ। সাত উইকেট নিয়ে জয় করেন অজিদের গ্যাবা দুর্গ এবং ১৯৯৭ সালের পর অজিদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ এনে দেন ক্যারিবীয়দের। এই জয় অনুপ্রাণিত করেছে হোল্ডারকে টেস্টে ফিরতে। ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ক্যারিবীয়দের সর্বশেষ জয় এসেছিল ১৯৮৮ সালে। এই সিরিজের প্রথম টেস্ট দিয়ে অবসরে যাচ্ছেন টেস্টের অন্যতম সেরা বোলার জেমস অ্যান্ডারসন। স্বাভাবিকভাবে এই টেস্ট তাই ইংলিশদের জন্য বিশেষ। তবে সব উপলক্ষ পন্ড করতে চান হোল্ডার।
হোল্ডার বলেন, " তারা যখন অস্ট্রেলিয়াকে হারাল আমি খুবই খুশি হয়েছিলাম। এটাকে আমাকে নতুন উদ্যমে দলের সাথে ফিরতে এবং বিশেষ কিছুর অংশ হতে সাহায্য করেছে। আমি টেস্ট ক্রিকেটকে মিস করেছি এবং আপাতত সামনের দিকে তাকিয়ে আছি।"
অস্ট্রেলিয়ায় ক্যারিবীয়দের ঐতিহাসিক জয়ের উপর গুরুত্ব দেন হোল্ডার। জানান, ওয়েস্ট ইন্ডিজের কাছে বর্তমানে যে গুণমান ও খেলোয়াড় রয়েছে তাতে তিনি আত্মবিশ্বাসী। চালিয়ে যেতে চান শেখার প্রক্রিয়া।
তিনি বলেন, "এটা গুরুত্বপূর্ণ (অস্ট্রেলিয়া সফর) ছিল। আমি মনে করি ছেলেরা এটা থেকে অনেক কিছু নিয়েছে। আমরা এই সিরিজ জিততে নামছি। ড্রেসিংরুমে আমাদের কিছু বিশেষ প্রতিভা আছে। এটা শুধুমাত্র ভালো খেলা এবং বিশ্বাস রাখার উপর। আমরা গত কয়েক মাস ধরে সত্যিই ইতিবাচক খেলছি। একটি তরুণ দল হিসেবে প্রধান বিষয়টি হলো শেখার প্রক্রিয়া চালিয়ে যাওয়া।"
ইংল্যান্ডকে হারানোর এটাই সেরা সময় মনে করছেন হোল্ডার। নিজের দলে কোন ঘাটতি দেখছেন না এই তারকা।
" আমরা গতবার একটি টেস্ট জিতেছি এবং এটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি, এবং এই সফরে দুইটি অনেক ভালো হবে। ইংল্যান্ডকে হারানোর জন্য এখনের চেয়ে ভালো সময় আর নেই। আমি মনে করি, এই দলের কোন অভাব নেই এবং এটা দুর্দান্ত কীর্তি হবে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।