Scores

‘ইংল্যান্ডে এসো, তোমাদের চেয়ে ভালো উইকেট দিব’

আহমেদাবাদে গোলাপি বলের টেস্ট শেষ দেড় দিনেই। পিচ দেখে সন্তুষ্ট হননি ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট। ভারতের জন্য তারা আরও ভালো উইকেট তৈরি করবে বলে মনের দুঃখ আড়াল করতে চাইলেন এই ইংলিশ অধিনায়ক।

 

Also Read - নিউজিল্যান্ডে দুইদিনের বন্দীদশার পর টাইগারদের স্বস্তির নিঃশ্বাস


ভারত প্রথম গোলাপি বলের টেস্ট খেলেছিল বাংলাদেশের বিপক্ষে। সেবার মাত্র আড়াই দিনেই ম্যাচ জিতে নেয় ভারত। নিজেদের দ্বিতীয় গোলাপি বলের টেস্টও বড় ব্যবধানে জিতে ভারত। তবে এই দুই ম্যাচের মধ্যে পার্থক্য উইকেট। বাংলাদেশের বিপক্ষে পেস বান্ধব উইকেট তৈরি করলেও ইংল্যান্ডের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট তৈরি করেছে ভারত।

আর এতেই মাত্র দেড় দিনে শেষ হয় ভারতের দ্বিতীয় গোলাপি বলের টেস্ট। চার ইনিংস মিলিয়ে কেউই দলীয় স্কোর দেড়শ পার করতে পারেনি। ৩০ উইকেটের মধ্যে ২৮টিই স্পিনারদের দখলে! ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যতটানা প্রশংসিত হওয়ার কথা তা না হয়ে উল্টো পিচের কারণে সমলোচিত হতে হচ্ছে বেশি।

এমন স্পিন সহায়ক উইকেট দেখে হতাশ হয়েছেন জো রুট। তিনি আগাম বলে রাখলেন ভারতের জন্য ইংল্যান্ডে এর চেয়ে ভালো উইকেট তৈরি করবে। ম্যাচ শেষে আহমেদাবাদের উইকেট ইস্যুতে এই কথা বলেন রুট।

“ভারতের জন্য আমরা এর চেয়ে ভালো উইকেট তৈরি করবো। আপনি যদি একটি দল গঠতে চান এবং বিশ্বের যেকোনো প্রান্তে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে চান, অবশ্যই ধারাবাহিক রান করতে হবে। আমাদের ভালো উইকেটে বোলিং করতে হবে এবং ২০ উইকেট নেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। এভাবেই আপনি ভালো একটি দল তৈরি করতে পারবেন।”

তিনি আরও যোগ করেন, “ইংল্যান্ডের আবহাওয়া দেখেন, কখনো কখনো হয়ত আপনার মন মতো হবে না। তবে হ্যাঁ, ওইখানে আপনি চাইলে লম্বা সময় ব্যাটিং করতে পারবেন। আশা করি এই সামারে আগের চেয়ে ভালো উইকেটে খেলা হবে যেখানে পেসাররা ২০ উইকেট নেওয়ার সুযোগ তৈরি করে নিবে।”

উল্লেখ্য, আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফর করবে ভারত। সেখানে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। দুই দলের মধ্যকার সিরিজটি আরম্ভ হবে ৪ আগস্ট।

Related Articles

লকুহেতিগেকে ‘৮’ বছরের নিষেধাজ্ঞা দিল আইসিসি

বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ডি ভিলিয়ার্স

ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে নিলেন বাউচার

বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ‘৩’ নতুন মুখ