██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ইংল্যান্ড সিরিজেও কোচের পরিকল্পনায় নেই বোল্ট

পাকিস্তান সিরিজের পর এবার ইংল্যান্ডের বিপক্ষেও ট্রেন্ট বোল্টকে ছাড়াই মাঠে নামবে নিউজিল্যান্ড। তেমনটাই জানালেন, ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ গ্যারি স্টেড।

ইংল্যান্ড সিরিজেও কোচের পরিকল্পনায় নেই বোল্ট

প্রকাশিত হয়েছে - 2023-01-08T16:51:44+06:00

আপডেট হয়েছে - 2023-01-08T16:51:44+06:00

পাকিস্তান সিরিজের পর এবার ইংল্যান্ডের বিপক্ষেও ট্রেন্ট বোল্টকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে কিউইরা। ওই সিরিজে বোল্ট থাকবেন না বলে ইঙ্গিত দিয়েছে নিউজিল্যান্ড। কয়েক মাস আগেও টেস্ট খেলার সুযোগ দেওয়ার জন্য আকুতি জানিয়েছিলেন বোল্ট।

নিউজিল্যান্ড জাতীয় দলে অন্যতম সেরা পেসার ট্রেন্ট বোল্ট। তিনি এখন আছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে। গত আগস্টে নিজের পরিবারকে বেশি সময় দেওয়া এবং বিশ্বব্যাপী ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোতে খেলার জন্য বোর্ডের চুক্তির বাইরে চলে যান তিনি। এরপর সদ্য শেষ হওয়া পাকিস্তান সফরেও এই বাঁহাতি পেসারকে ছাড়াই মাঠে নামে নিউজিল্যান্ড।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


এবার ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজেও বোল্টকে ছাড়া দল ঘোষণা করবে নিউজিল্যান্ড, এমনটাই গুঞ্জন উঠেছে।


বর্তমানে বোল্ট অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছেন। এরপর আসন্ন আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির জন্য সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানোর কথা বোল্টের। যেটা শেষ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।


এদিকে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ ফেব্রুয়ারি। এ সিরিজে বোল্ট থাকবেন কিনা সে প্রশ্নের মুুুখোমুখি হন ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ গ্যারি স্টিড।


স্টিড বলেন "না, আমি এমনটা ভাবছি না। ট্রেন্ট এবং আমার আলোচনা হয়েছে। এবং আমি মনে হয় সে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরবে ঠিক এক বা দুই দিন আগে (ইংল্যান্ড টেস্টের শুরুর)। এমন ঠাসাসূচির কারণে পরিকল্পনার বাইরে আছে ও (বোল্ট)।”


এদিকে বর্তমানে নিউজিল্যান্ডের পেস বোলিং বিভাগে ইনজুরির কারণে নাজুক অবস্থায় আছে। পেটের পেশীর চোটে পড়ে পাকিস্তান ও ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পেস বোলার ম্যাট হেনরি।


কয়েকদিন আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান অ্যাডাম মিলনে। এছাড়া গত জুনে ইংল্যান্ড সফরে পিঠে চোট পাওয়ার পর অন্য পেসার কাইল জেমিসনও আছেন দলের বাইরে। একসাথে এত পেসারের ইনজুরি কিউই শিবিরের জন্য বড় ধাক্কা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.