Scores

ইঞ্জুরিটা তো দুর্ঘটনাবশত, ওইটাতে তো আমার হাত নেই : তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বাম হাতে চোট পেয়েছিলেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। ইঞ্জুরির সঙ্গে লড়াই করে ওয়ানডেতে খেলেছেন তিনি। তাসকিন মনে করেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

ক্যারিয়ারের বেশ কয়েকবারই ইঞ্জুরিতে পড়েছেন পেসার তাসকিন। অবশ্য পেসারদের সবচেয়ে কাছের সঙ্গী যে ইঞ্জুরিই। ইঞ্জুরির সঙ্গে প্রতি দিনই লড়াই করতে হয় পেসারদের। এই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দীর্ঘ সময় পর ফিরেছেন তাসকিন। এই সিরিজেও হয় নাও খেলতে পারত এই পেসার।

Also Read - দুর্দান্ত জয়ের দিনে কনওয়ের '১' রানের আক্ষেপ


নিজের মধ্যে প্রস্তুতি ম্যাচে বাম হাতে ব্যথা পেয়েছিলেন তিনি। সেবার তিন সেলাই লেগেছিল। তবে তাসকিন এসব ইঞ্জুরি নিয়ে এখন আর ভাবেন না। নিজের প্রক্রিয়াটা ঠিক রেখে মেনে চলতে চান এই ডানহাতি পেসার।

“না, আসলে ঠিক আছে। ইঞ্জুরিটা তো দুর্ঘটনাবশত, ওইটা তো আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে সবসময় ভালো প্রক্রিয়া মেনে চলা, নিজের সঙ্গে সৎ থাকা। যেটা আমার অধীনে আছে, এই জিনিসগুলাই ভালো মতো পালন করতে চাই। আর ‍দুর্ঘটনাবশত ইঞ্জুরি যেটা এটা আমার হাতে নেই এবং সবকিছুর পেছনে ভালো কোনো কারণ থাকে। আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্য করেন কিন্তু আমি আমার প্রক্রিয়াটাকে বেশি ফোকাস করি।”

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পাওয়ার আগে নিজেকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করেছেন তাসকিন। এই পেসার জানালেন জাতীয় দলে নিয়মিত খেলতেই এই পরিশ্রম করে যান তিনি।

“অবশ্যই আমার জন্য বড় বিষয় হবে কারণ আমি সবসময় চাই বাংলাদেশ দলের হয়ে থাকতে, খেলতে। দিন শেষ এটাই আমার স্বপ্ন। পরিশ্রম করার পেছনে এটাই লক্ষ্য থাকে যে সবসময় জাতীয় দলের হয়ে খেলা।”

Related Articles

মুমিনুলের বিশ্বাস ক্যান্ডিতে আধিক্য কম থাকবে না তাসকিন-শরিফুলদের

প্রধানমন্ত্রী ও বিসিবিকে তাসকিনের ধন্যবাদ জ্ঞাপন

কনওয়ের কণ্ঠে তাসকিনের প্রশংসা

কনওয়ে-মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রান পাহাড়

স্মরণীয় ম্যাচে জিততে না পারার আক্ষেপ মেহেদীর