ইঞ্জুরিতে দল থেকে ছিটকে গেলেন কোয়েটজি
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না এই দক্ষিণ আফ্রিকান পেসারের।

ছিটকে গেলেন প্রোটিয়া পেসার
প্রকাশিত হয়েছে - 2023-12-30T16:13:50+06:00
আপডেট হয়েছে - 2023-12-30T16:13:50+06:00
ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বোলারদের নৈপুণ্যে ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। তবে ম্যাচ জিতলেও দুঃসংবাদ শুনতে হয়েছে প্রোটিয়াদের। ইঞ্জুরিতে পড়েছেন পেসার জেরাল্ড কোয়েটজি।
জেরাল্ড কোয়েটজি
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কোয়েটজি। শ্রোণিতে প্রদাহের কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। সেঞ্চুরিয়ন টেস্টে তৃতীয় দিনে বোলিংয়ের সময় তার এই চোট অনুভূত হয়। তৃতীয় দিন মাত্র পাঁচ ওভার বোলিং করে মাঠ ছেড়ে যান কোয়েটজি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় এই চোট আরো গুরুতর হয়। প্রথম ইনিংসে যথেষ্ট খরুচে ছিলেন কোয়েটজি। শিকার করেছেন মাত্র এক উইকেট।
এরপর স্ক্যান করে এই চোটের ব্যাপারে নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকা। সতর্কতার অংশ হিসেবে দলের বাইরে রাখলেও তার পরিবর্তে কাউকে এখনো ডাকেনি দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম টেস্ট হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে আগেই ছিটকে অধিনায়ক টেম্বা বাভুমা। তার জায়গায় অবশ্য জুবায়ের হামজাকে ডেকেছে প্রোটিয়ারা। আগে থেকেই দলের সাথে আছেন ত্রিস্টান স্টাবস।
কেপটাউনে দ্বিতীয় টেস্টে কোয়েটজির পরিবর্তে দলে আসতে পারেন পেসার লুঙ্গি এনগিডি। চোট কাটিয়ে উঠলেও প্রথম টেস্টে দলে জায়গা হয়নি তার। স্কোয়াডে আছেন আরেক পেসার উইয়ান মুল্ডার। উইকেট স্পিন সহায়ক হলে দলে আসতে পারেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজও।
তিন জানুয়ারি কেপটাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।