SCORE

সর্বশেষ

ইনজুরিতে আইপিএল শেষ স্ট্যানলেকের

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর আইপিএলের এগারোতম আসরের মিশন শেষ সানরাইজার্স হায়দরাবাদের পেসার বিলি স্ট্যানলেকের। আঙুলে ফ্র্যাকচার হয়েছে যার কারণে আইপিএলের বাকি ম্যাচগুলোতে হায়দরাবাদের হয়ে অংশ নিতে পারবেন না অস্ট্রেলিয়ান ২৩ বছর বয়সী পেসার।

ইনজুরিতে আইপিএল শেষে বিলির

তার ইনজুরির বিষয়টি উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচের টসের সময়। এছাড়াও বিলির ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদের সত্যায়িত টুইটার। সেখানে লিখেছে, ‘আঙুলের চোটের কারণে আইপিএলের বাকি ম্যাচ গুলোর জন্য ছিটকে গিয়েছেন বিলি স্ট্যানলেক। অরেঞ্জ আর্মির দ্রুত সুস্থতা কামনা করছি।’ 

Also Read - রাজ্জাকের পাঁচ উইকেটে চালকের আসনে দক্ষিণাঞ্চল

তথ্য অনুযায়ী, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের পঞ্চম আঙুলে চোট পেয়েছেন এই অজি পেসার। ভারত ও অস্ট্রেলিয়ার অর্থোপেডিক স্পেশালিষ্ট তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার জন্য দেশে ফিরে গেছেন বিলি স্ট্যানলেক।

আইপিএলের এবারের আসরের নিলামে বিত্তি মূল্য ৫০ লক্ষ রুপি দিয়ে তাঁকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। দলের আরেক পেসার ভুবনেশ্বর কুমারের সঙ্গে বোলিংয়ে ভালো সঙ্গ দিয়েছেন এই অজি পেসার। চার ম্যাচে আট ইকোনমিতে পাঁচ উইকেট লাভ করেছেন তিনি।

আইপিএলের এই আসরে মাত্র একটি ম্যাচ খেলতে পারেননি বিলি। সেদিন তার পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন ক্রিস জর্ডান। বল হাতে পাশাপাশি শেষ মুহূর্তে দলকে চার মেরে ম্যাচ জিতিয়েছেন বিলি স্ট্যানলেক। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ ওভারে চার মেরে হায়দরাবাদকে জয় এনে দেন এই অজি পেসার।

আরও পড়ুনঃ মুস্তাফিজ কী হতে পারবেন বোম্বে নায়ক?

Related Articles

আইপিএলে জুয়ার সঙ্গে জড়িত আরবাজ খান!

প্রেসিডেন্টের পরেই স্থান রশিদের!

‘টি-টোয়েন্টি হটাও, টেস্টে মনোযোগ দাও’

পারফরম্যান্স বিবেচনায় সাকিবের মূল্য প্রায় ৯ কোটি!

“আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!”