ইমতিয়াজের সেঞ্চুরিতে ভর করে রূপগঞ্জ টাইগার্সের রোমাঞ্চকর জয়
প্রথম হারের স্বাদ পেল মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জ।

ইমতিয়াজের সেঞ্চুরিতে ভর করে রূপগঞ্জ টাইগার্সের রোমাঞ্চকর জয়
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-04-04T19:14:33+06:00
আপডেট হয়েছে - 2023-04-04T19:14:33+06:00
মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অফ রূপগঞ্জের জয়রথ থামল অবশেষে। আজকের ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জকে ২৫ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
থেমেছে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জের জয়রথ।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে জিতে আগে রূপগঞ্জ টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভয়াবহ হয় রূপগঞ্জ টাইগার্সের। বোর্ডে রান উঠার আগেই রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান ইমরানউজ্জামান। পরে সালমান হোসেন ইমন নেমেও সুবিধা করতে পারেননি। ১১ বলে ৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
এরপর নাঈম ইসলামকে সাথে নিয়ে এগোতে থাকেন ইমতিয়াজ হোসেন। নাঈম কিছুটা ধীরেসুস্থে আগাতে থাকলেও ইমতিয়াজ আগাচ্ছিলেন জোরেশোরে। শুরুর ধাক্কাটাও ধীরে ধীরে কাটিয়ে উঠতে থাকে রূপগঞ্জ টাইগার্স। ফিফটি ছুঁয়ে ফেলেন ইমতিয়াজ। নাঈমও ছুটছিলেন ফিফটির দিকেই। দুজনের জুটি পেরিয়ে যায় ১০০ রান।
দ্বিতীয় উইকেটে নাঈম এবং ইমতিয়াজ মিলে যোগ করেন ১৬৮ রান। অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে আউট হন ইমতিয়াজ। সাজঘরে ফেরার আগে ১০৯ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। পরে ফিফটি ছুঁয়ে আউট হয়েছেন নাঈমও। বেশ ধীরগতির ইনিংস খেলেন নাঈম। ১০৭ বলে ৬৬ রান করেন তিনি।
এরপর ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন অঙ্কিত বন্বী এবং শামীম হোসেন পাটোয়ারি। ৪৪ বলে ৬৫ রানের টর্নেডো গতির ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন অঙ্কিত এবং ২১ বলে ২৩ রান করেন শামীম। শেষ দিকে ৪ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন আলাউদ্দিন বাবু। ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মাশরাফি বিন মুর্তজা এবং আবদুল হালিম। এছাড়া ১ উইকেট নেন চিরাগ জানি।
বড় লক্ষ্য তাড়া করতে নামা লিজেন্ডস অফ রূপগঞ্জকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। শুরু থেকেই মারমুখি ব্যাটিং করছিলেন তিনি। ক্রিজের অন্য প্রান্তের অবস্থা সুবিধাজনক না হলেও ইমন ছিলেন দারুণ সাবলীল। তার এমন ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের সুবাদে দলের বোর্ডে রানও উঠছিল বেশ দ্রুতগতিতে।
অন্য ওপেনার ফারদিন হাসান অনি হতাশ করেছেন। ১২ বলে ৯ রানের ইনিংস খেলেন তিনি। এরপর আরও ৩টি উইকেট হারায় রূপগঞ্জ। পরে ছয়ে নেমে ইমনের সাথে দলের হাল ধরেন চিরাগ জানি। পঞ্চম উইকেটে ১২৫ রানের অনবদ্য এক জুটি গড়েন ইমন এবং চিরাগ। তবে সেঞ্চুরি হাঁকিয়ে বেশি দূর আগাতে পারেননি ইমন। ৯৯ বলে ১১১ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের ২০৫ রানের মাথায় আউট হয়ে যান ইমন।
এরপর রূপগঞ্জের ইনিংসটাকে টেনেছেন চিরাগ। বাকি ব্যাটারদের সবাইই কমবেশি হতাশ করেছেন। চিরাগ যতক্ষণ ক্রিজে টিকে ছিলেন দলের জয়ের আশাও টিকে ছিল। নিজেও সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন চিরাগ। তবে শেষমেশ কোনোটাই হয়নি। চিরাগ সেঞ্চুরিও পাননি, জিততে পারেনি লিজেন্ডস অফ রূপগঞ্জও। ১১৫ বলে ৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ২৬২ রানের মাথায় আউট হন তিনি, যা ছিল রূপগঞ্জের শেষ উইকেট। ফলে ২৫ রানে জয়লাভ করে রূপগঞ্জ টাইগার্স।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ৪০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন নাসুম আহমেদ।
এই জয়ের ফলে এবারের আসরে তৃতীয় জয়ের দেখা পেল রূপগঞ্জ টাইগার্স, অবস্থান করছে টেবিলের ৫ম স্থানে। অন্যদিকে প্রথম হারের স্বাদ পাওয়া মাশরাফির দল লিজেন্ডস অফ রূপগঞ্জ আছে টেবিলের তৃতীয় স্থানে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।