ইমরুলের পর রনির ফিফটি, নাহিদের ৫ উইকেট

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-04-16T13:20:21+06:00
আপডেট হয়েছে - 2024-04-16T13:20:21+06:00
Mohammedan Sporting Club vs Shinepukur Cricket Club
Shere Bangla National Stadium, Mirpur

Mohammedan Sporting Club
236/9 (50)

Shinepukur Cricket Club
158/4 (27.4)
Shinepukur won by 6 wkts (14b rem) (DLS)
ম্যান অব দ্য ম্যাচ | Nahid Rana (Bangladesh) |
মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১০ম রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করতে নেমে মোহামেডান ২২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শাইনপুকুরকে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
লিস্ট 'এ' ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের দেখা পেয়েছেন নাহিদ রানা। ছবি বিডিক্রিকটাইম
মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েস টস জিতে ব্যাট করতে নেমে পান দারুণ শুরু। যদিও দলের শুরুটা ছিল না ভালো। দলীয় ৩১ রানের মধ্যে রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কনকে হারালে মেহেদী হাসান মিরাজের সাথে হাল ধরেন। দলীয় রান তিন অঙ্কে পৌঁছে দিয়ে অধিনায়ক ইমরুল যখন বিদায় নিচ্ছেন, ততক্ষণে ৭৩ বলের মোকাবেলায় ৫৬ রান করেছেন ৫টি চার ও ২টি চারের সহায়তায়।
মিরাজ ২৯ রান করে বিদায় নিলে মোহামেডান আবারো চাপে পড়ে যায়। আরিফুল হক ৫৮ বলে ৩০ ও আবু হায়দার রনি ৫৫ বলে ৫১ রানের ইনিংস খেলে দলকে এনে দেন সম্মানজনক পুঁজি। রনির ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান জড়ো করে মোহামেডান। শাইনপুকুরের হয়ে পেসার নাহিদ রানা একাই শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া মাত্র ২০ রানের খরচায় জোড়া উইকেট শিকার করেন হাসান মুরাদ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।