Scores

ইশান্তের ইনস্টাগ্রাম পোস্টে মিলল স্যামিকে বর্ণবাদের প্রমাণ

ক্যারিবীয় ক্রিকেটার ড্যারেন স্যামিকে বর্ণবাদের অভিযোগে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। স্যামির অভিযোগের প্রেক্ষিতে সানরাইজার্স হায়দরাবাদে খেলা অনেক সতীর্থ এমন অভিযোগ অস্বীকার করলেও এবার পেসার ইশান্ত শর্মার পুরনো ইনস্টাগ্রাম পোস্টে মিলল বর্ণবাদের সত্যতা।

ইশান্তের ইনস্টাগ্রাম পোস্টে মিলল স্যামিকে বর্ণবাদের প্রমাণ

সম্প্রতি ইশান্তের একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়। ২০১৪ সালের ঐ পোস্টে ইশান্ত কয়েকজন সতীর্থদের সাথে ছবি যুক্ত করেছিলেন। ছবিতে ছিলেন স্যামিও, যাকে ইশান্ত ‘কালু’ বলে আখ্যায়িত করেছেন।

Also Read - 'ভারতের বিপক্ষে জিততে আক্রমণাত্মক খেলার বিকল্প ছিলনা'২০১৪ সালের ১৪ মে আইপিএল চলাকালে ঐ পোস্ট করেছিলান ইশান্ত শর্মা। ইশান্তের সাথে ঐ ছবিতে ছিলেন ড্যারেন স্যামি, ভুবনেশ্বর কুমার ও ডেল স্টেইনকে। ইশান্তের পোস্ট করা ঐ ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আমি, ভুবি, কালু এবং গান রাইজার্স।’

গত ৬ জুন অভিযোগ করা হয়, কৃষ্ণাঙ্গ ক্রিকেটার স্যামিকে সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থরা ডাকতেন ‘কালু’ বলে। একইভাবে নাকি আখ্যায়িত করা হত শ্রীলঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরাকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুরুতর অভিযোগ করেছিলেন স্যামি নিজেই। তার এমন অভিযোগের পর ক্রিকেট বিশ্বে হইচই পড়ে যায়।

স্যামির এই অভিযোগের পর হায়দরাবাদে স্যামির সাথে খেলা ইরফান পাঠান, পার্থিব পেটেল, ভেনুগোপাল রাওসহ অনেক সতীর্থই জানিয়েছিলেন- স্যামিকে বর্ণবাদের কোনো বিষয় তাদের চোখে পড়েনি। এতে অনেকে বিতর্কের অবসান দেখলেও ইশান্তের পুরনো পোস্ট যেন বিতর্ককে আবারো উসকে দিল।

ইশান্তের ইনস্টাগ্রাম পোস্টে মিলল স্যামিকে বর্ণবাদের প্রমাণ

ইশান্তের সেই ইনস্টাগ্রাম পোস্ট-

 

View this post on Instagram

 

Me, bhuvi, kaluu and gun sunrisers

A post shared by Ishant Sharma (@ishant.sharma29) on

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

আইপিএলে বাড়ছে দলের সংখ্যা

আইপিএল নিয়ে জুয়ার অভিযোগে সাবেক ক্রিকেটার গ্রেফতার

ব্যাঙ্গালোরের বাদ পড়ার কারণ জানালেন কোহলি

বুমরাহর ক্যারিয়ার-সেরা বোলিংয়ে বড় জয় নিয়ে ফাইনালে মুম্বাই

দিল্লির ক্রিকেটারদের হাতে যে কারণে কালো আর্মব্যান্ড