██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

উইকেটের আচরণে অবাক রাবাদা

টেস্ট ক্রিকেটে ব্যাট-বলের ভারসাম্য বজায় রাখার মত উইকেট চান রাবাদা।

উইকেটের আচরণে অবাক রাবাদা

উইকেটের আচরণে অবাক রাবাদা

প্রকাশিত হয়েছে - 2024-10-21T18:57:17+06:00

আপডেট হয়েছে - 2024-10-21T19:59:36+06:00

টেস্ট ক্রিকেটে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে উইকেট। মিরপুর টেস্টের প্রথম দিনে ১৬ উইকেটের পতনের পর আরও একবার আলোচনায় মিরপুরের উইকেট। প্রথম দিনে স্পিনারদের পাশাপাশি দাপট দেখিয়েছেন পেসাররাও।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 প্রথম ইনিংসে ৩ উইকেট তুলেছেন রাবাদা। ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ১০৬ রানে। একদম শুরু থেকেই টাইগার ব্যাটারদের চেপে ধরেন প্রোটিয়া পেসাররা। একের পর এক উইকেট তুলে বাংলাদেশকে ঠেলে দিতে থাকেন খাদের কিনারায়। প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটের মধ্যে ৬টি উইকেটই তুলেছেন পেসাররা।

 

পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুর দিকে বেশ ভালোভাবেই এগিয়েছে প্রোটিয়াদের ইনিংস। তবে দিনের শেষ সেশনে বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। তার ফাইফারের সুবাদেই দিন শেষে ৩৪ রানে পিছিয়ে থাকলেও অত বেশি একটা পিছনে নেই বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট ফেলে দিয়ে তাদের অলআউট করার পথেও এগিয়ে গেছে অনেকখানি।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

দিনের খেলা শেষে উইকেটের আচরণে অবাক হওয়ার কথা জানিয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ৩ উইকেট শিকার করে রাবাদা জানান, এরকম আচরণ প্রত্যাশা করেননি তারা। সংবাদ সম্মেলনে রাবাদা বলেন, ‘হ্যাঁ আমরা অনেক অবাক হয়েছি উইকেটের আচরণ দেখে। আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট হবে। তবে নতুন বলে এখানে মুভমেন্ট হয়েছে। খুব বেশি সুইং হয়নি আসলে তবে সিম মুভমেন্ট ছিল। আসলে সত্যি কথা বলতে গেলে নেটেও এরকম উইকেট ছিল। সাধারণত আপনি নেটে যা পাবেন ম্যাচের পিচে গিয়েও কাছাকাছি রকমের কিছু পাবেন। স্পিনারদের জন্য টার্ন হচ্ছে সিমারদের জন্য সিমও হচ্ছে। আমাদের এর ফলে বেশ অবাক লেগেছে। তবে আমরা তো আর পিচ বানাই না। এমন পিচই তৈরি করা হয়েছে এবং এরকমই ছিল পিচ।’

 

এছাড়া টেস্ট ক্রিকেট এবং সর্বোপরি ক্রিকেটের জন্যই ভারসাম্যপূর্ণ উইকেট চান রাবাদা। তার মতে, উইকেট এমন হওয়া জরুরি যেন ব্যাটার এবং বোলার উভয়পক্ষই ভালো করলে সেখান থেকে ফায়দা নিতে পারে। রাবাদা বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে ভারসাম্য বজায় রাখাটা বেশ জরুরি। আপনি চাইবেন ব্যাট এবং বলের মাঝে লড়াইটা ঠিকঠাকভাবে চলুক। সেরকমই উইকেটই পেতে চাইবেন আপনি। এখানে হয়ত আপনারা বলতে পারেন যে বোলিং ইউনিট ভালো বল করেনি বা ব্যাটিং ইউনিট ভালো ব্যাট করেনি এবং এখানে এই ভারসাম্যটাই আনতে চাইবেন আপনি। তবে এক দিনে ১৬ উইকেট পড়ে যাওয়া, আমার কাছে মনে হয় এটা বোলারদেরই বেশি সাহায্য করছে। টেস্ট ক্রিকেটে ব্যাট এবং বলের মাঝে সঠিক প্রতিদ্বন্দ্বিতা দরকার। যেখানে বোলাররা ভালো করতে পারবে যদি তারা ভালো বল করে, সেই সাথে ব্যাটাররাও রান পাবে যদি তারা নিজেদের উজাড় করে দিতে পারে।’

কাগিসো রাবাদা। 

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এই মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কাগিসো রাবাদার। ওয়ানডে অভিষেকে রাবাদা হ্যাটট্রিক করেছিলেন এই মিরপুরের মাঠেই। দ্বিতীয় বোলার হিসেবে সেই কীর্তি গড়েছিলেন রাবাদা। প্রথম বোলারটি আবার বাংলাদেশি, তাইজুল ইসলাম। কাকতালীয়ভাবে মিরপুর টেস্টে ফাইফারের দেখা পেয়েছেন তাইজুল। রাবাদা এবং তাইজুল দুজনই প্রথম দিন শেষে এসেছিলেন সংবাদ সম্মেলনে।


মিরপুরে ভালো স্মৃতির ব্যাপারে রাবাদা বলেন, ‘ঢাকায় আমার ভালো কিছু খেলার স্মৃতি রয়েছে। আমার মনে হয় এই মাঠ পেসারদের সাহায্য করে থাকে, তাই না? (হাসি)।’

 

মিরপুর টেস্টে প্রথম দিনের খেলা শেষে ৩৪ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.