উইন্ডিজে চিন্তিত মাহমুদউল্লাহ রিয়াদরা!
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বুধবার ভোরে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

নিজেদের প্রথম ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ছয় উইকেটে হেরেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। পরের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারিয়ে এবারের আসরের প্রথম জয়ের দেখা পায় ক্রিস গেইলের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
প্রতিপক্ষ সেন্ট লুসিয়া স্টার্সের অবস্থা অবশ্য ভালো নয়। পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে তারা। আট ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচ জিতেছে সেন্ট লুসিয়া স্টার্স। তাই তাদের এবারের টুর্নামেন্ট থেকে বিদায় বললেই চলে।
ম্যাচের দিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে সেন্ট কিটসে। সেখানেই আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় টুর্নামেন্টের তলানির দল সেন্ট লুসিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াদের সেন্ট কিটস। তাই সেন্ট কিটসের বৈরি আবহাওয়ার কারণেই মূলত চিন্তিত রিয়াদের দল।
Also Read - এশিয়া কাপে খেলার দৌড়ে এগিয়ে ওমান-আরব আমিরাতসামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম, টুইটারে রিয়াদ তার নিজের আইডিতে বৃষ্টি পড়ার ভিডিও আপলোড করেন। এবং মজা করে ক্যাপশন ও দেন ‘Rainy day!! ‘ এবার সিপিএলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ৬টি ম্যাচের ভেতর ৫টিতেই খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এখন পর্যন্ত ব্যাট হাতে নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও ৫ ম্যাচে ব্যাট করার সুযোগ এসেছে তিন বার। এই তিন ম্যাচে রান করেছেন ৪২।
তবে বল হাতে ভালোই করেছেন তিনি। মাত্র ৩ ম্যাচে বোলিং করে ৩ উইকেট নিয়েছেন এই ডান হাতি অফ-স্পিনার। ইকোনমি রেট মাত্র ৫.৮৮। এবং তার দল ৬ ম্যাচের তিনটিতে জিতেই ৬ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের চতুর্থ স্থানে। প্লে-অফ নিশ্চিত করতে সেন্ট লুসিয়ার বিপক্ষে জিততেই হবে রিয়াদের সেন্ট কিটসকে। তাই স্বাভাবিকভাবেই বৃষ্টি নিয়ে একটু চিন্তিত তো বটেই রিয়াদদের ।
মাহমুদউল্লাহ রিয়াদের করা টুইট:
Rainy day!! ? pic.twitter.com/R3ZtvXsIRe
— Mahmudullah Riyad (@Mahmudullah30) August 30, 2018