SCORE

সর্বশেষ

উইন্ডিজ সফরেও নেই মুস্তাফিজ

আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেন নি। সামনের উইন্ডিজ সিরিজ থেকেও ছিটকে গেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজকে নিয়ে মধুর সমস্যায় ওয়ালশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল ) থেকে চোট নিয়েই দেশে ফিরেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই বাঁহাতি পেস বোলার। আইপিএলের এগারোতম আসর থেকে ফিরে এসে দলের সঙ্গে ভারত উড়াল দেওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের কিন্তু ঘটনা ঘটলো উল্টো। ফিরে এসেই ইনজুরির কারণে ছিটকে যান আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য। নিজের ইনজুরির কথা ম্যানেজমেন্টকে জানান পুরো দল ভারতে উড়াল দেওয়ার আগের দিন। আইপিএলের ধকল শেষ হওয়ার আগেই ইনজুরির সঙ্গে লড়াই করতে হচ্ছে মুস্তাফিজকে।

Also Read - ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে অ্যান্ডারসন

মুস্তাফিজ রানিং শুরু করবেন ইদের পর, খুব সম্ভবত ১৭ কিংবা ১৮ই জুন। এখনো চলে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া। রানিংয়ের পর বোঝা যাবে তিনি চোট থেকে কতটা সেরে উঠেছেন। উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্ট শুরু ৪ঠা জুলাই আর সেজন্যই মুস্তাফিজকে দলে না রাখার পরামর্শ বিসিবির ফিজিও কিংবা চিকিৎসকদের।

উইন্ডিজ সফরে বাংলাদেশ দল রওনা দেবে ২৩ জুন। মুস্তাফিজুর রহমানকে নিয়ে আছে অনিশ্চয়তায়। খুব সম্ভবত তাঁকে ছাড়াই মঙ্গলবার দল ঘোষণা করবে নির্বাচকরা। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলোকে জানান, ‘সে চোট থেকে সেরে ওঠেনি, তাকে দলে রাখব কী করে! তাকে তো আগে ফিট হতে হবে, তার পর না হয় দলে রাখার বিষয়টি আসবে।’

জানা যায়, আইপিএলেই অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ। এই আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টানা ৬টি ম্যাচ খেললেও সাইড বেঞ্চে ছিলেন পরের ৭টি ম্যাচ। গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামেন এই কাটার মাস্টার। আইপিএল শেষ করেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন মুস্তাফিজ। খেলেন নিজেরদের মধ্যে হওয়া একটি প্রস্তুতি ম্যাচও।

আরো পড়ুনঃ মিরাজ-সাব্বিরের মধ্যে তেমন কিছুই হয়নি!

Related Articles

মাশরাফিই ছিলেন নেপথ্যের কারিগর

সিদ্ধান্ত সাকিবের উপরেই ছেড়ে দিল বিসিবি

নিজেদের ব্যর্থতার দায় বোর্ডের উপর চাপাচ্ছেন না রাব্বি

উইন্ডিজে কোচের নজর কেড়েছেন যারা

প্রথম সফরে খুশি কোচ তবে…