
উইলিয়ামসন রাজার বেশে ফেরায় বেজায় খুশি বোল্ট
প্রকাশিত হয়েছে - 2023-10-14T01:13:15+06:00
আপডেট হয়েছে - 2023-10-14T01:13:15+06:00
চলমান বিশ্বকাপে যেন উড়ন্ত ফর্মে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তিনটিতেই পেয়েছে দাপুটে জয়। সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে কিউইরা। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
কেন উইলিয়ামসন। ছবি : গেটি ইমেজস
বাংলাদেশ ম্যাচ দিয়েই খেলায় ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগের দুই ম্যাচে খেলা হয়নি তার। চোটের কারণে বিশ্বকাপেই অনিশ্চিত ছিলেন তিনি। তবে দ্রুত উন্নতি করে বিশ্বকাপে ঠিকই খেলছেন কিউই অধিনায়ক। লম্বা সময় পর মাঠে ফিরেই খেলেছেন ১০৭ বলে ৭৮ রানের বীরোচিত এক ইনিংস। অধিনায়ককে ফিরে পেয়ে বেশ খুশি কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বোল্ট বলেন, ‘তাকে (উইলিয়ামসন) ফিরে পাওয়াটা দারুণ ব্যাপার। সে আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ক্রিজে তাকে অনেক সাবলীল মনে হয়েছে। রান করেছে, বোলারকে চাপে রেখেছে। বিষয়টা বেশ ভালো। সে দারুণ ক্রিকেটীয় শট খেলে। শুরু থেকেই দারুণভাবে চাপ সামাল দেয়। তাকে পাওয়াটা এবং তার আমাদের হয়ে রান পাওয়াটা দুটি ব্যাপারই দারুণ।’
এছাড়া বোল্ট আরও বলেন, ‘সে বেশ স্বস্তিতে আছে মনে হল। প্রায় ছয় মাস পর মাঠে নেমে এমন একটি ইনিংস খেলা, দারুণ। তাকে অনেক অভিনন্দন। শেষ দিকে ড্যারিল (মিচেল) এবং গ্লেন (ফিলিপস) দারুণভাবে খেলা শেষ করে দিল। পয়েন্ট পেলাম, দেখাটা দারুণ ছিল।’
৩ ম্যাচের ৩টিতেই জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের চূড়ায় বসেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ১ জয় এবং ২ হার নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।