
বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিন উইলিয়ামসের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮৭ রান টার্গেট দেয় জিম্বাবুয়ে। ব্যাট হাতে অপরাজিত ১২৯ রান করেন উইলিয়ামস এবং দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেন উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডল টেলর।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার ম্যাচ। অন্যদিকে জিম্বাবুয়ের জন্য ওয়ানডে সিরিজে প্রাপ্তির ম্যাচ। শেষ ম্যাচে তাই বিশ্রাম দিয়েছিলো মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। আগের দুই ম্যাচে বাজে খেলার কারণে বাদ পড়েছেন ফজলে মাহমুদ রাব্বি।
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। রাব্বির বদলি হিসেবে দলে ঢুকেন সৌম্য এবং মুস্তাফিজের বদলি হিসেবে একাদশে আসেন আবু হায়দার রনি। এই ম্যাচে অভিষেক ঘটে আরিফুল হকের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। শুরুটা দারুণ হয় বাংলাদেশের। দলীয় ৬ রানের মাথায় দুই উইকেট নেই জিম্বাবুয়ের। জুয়াওকে বোল্ড আউট করেন সাইফউদ্দীন ও জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজার স্ট্যাম্প উড়িয়ে দেন আবু হায়দার।
তবে পরের দৃশ্য যেন অন্যরকম। উইকেটকিপার টেলরের সঙ্গে দলের হাল ধরতে আসেন উইলিয়ামস। দুই ব্যাটসম্যানও বেশ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে চাপের মুখ থেকে দলকে টেনে তুলেন। উইলিয়ামস কিছুটা স্লো খেললেও বাংলাদেশের বোলারদের উপর চওড়া হন টেলর। তিনি তুলে নেন ক্যারিয়ারের ৩৬তম ফিফটি। উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ১৩২ রানের জুটি গড়েন টেলর। তাদের জুটি ভাঙেন নাজমুল অপু।

ব্যক্তিগত ৭৫ রানে অপুর বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন টেলর। তিনি বিদায় নিলেও উইলিয়ামসকে সঙ্গ দেন সিকান্দার রাজা। এরই মধ্যে উইলিয়ামসও তুলে নেন ফিফটি। রাজা-উইলিয়ামস মিলে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রাজার সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন উইলিয়ামস। ব্যক্তিগত ৪০ রানে অপুর বলে আউট হন রাজা। তারপরেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।
রাজা বিদায় নিলেও মুরকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ বাড়াতে থাকেন উইলিয়ামস। মুরের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে দলীয় ২৮৪ রানে রান আউটের স্বীকার হন পিটার মুর (২৮)। শেষ পর্যন্ত উইলিয়ামসের অপরাজিত ১২৯ রানে পাঁচ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট পান অপু।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে ২৮৬/৫ (ওভার ৫০)
উইলিয়ামস ১২৯*, টেলর ৭৫: অপু ২-৫৮
আরও পড়ুনঃ ওয়ানডেতে অভিষেক আরিফুলের