উগান্ডাকে উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ডের বড় জয়
পাওয়ার প্লের মধ্যেই ম্যাচ জিতেছে কিউইরা

প্রকাশিত হয়েছে - 2024-06-15T09:41:26+06:00
আপডেট হয়েছে - 2024-06-15T09:41:26+06:00
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে হারের পরই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে কিউইরা। ফলে প্রতিযোগিতার শেষ দুই ম্যাচ ছিল ব্ল্যাক ক্যাপসদের কাছে আনুষ্ঠানিকতার। দুর্বল উগান্ডার বিপক্ষে সহজেই জিতেছে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের মধ্যেই নয় উইকেটের জয় পেয়েছে তারা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড
ত্রিনিদাদে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, টিম সাউদিদের বিপক্ষে তাসের ঘরের মতোই ভেঙে পরে উগান্ডার ব্যাটিং লাইনআপ। এর আগেও তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে এরকমই কম রানে অল আউট হয়েছিল।
৪ ওভার বল করে এক মেডেনসহ মাত্র ৭ রানেই ২ উইকেট শিাকর করেন ট্রেন্ট বোল্ট। তার চেয়েও উজ্জ্বল ছিলেন আরেক পেসার টিম সাউদি। চার ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন অভিজ্ঞ এই পেসার। বাদ যাননি স্পিনাররাও। মিচেল স্যান্টনার ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট নেন, আরেক স্পিনার রাচিন রবীন্দ্র ৩ ওভারে ৯ রান দিয়ে নেন জোড়া উইকেট। মাত্র ৪০ রানেই গুটিয়ে যায় উগান্ডার ইনিংস। একমাত্র ব্যাটার হিসেবে কেনেথ ওয়েসা উগান্ডার হয়ে দুই অঙ্কের ঘরে রান করেন। তার ব্যাট থেকে আসে ১১ রান। উগান্ডা এই ৪০ রান টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
জবাব দিতে নেমে ২৪ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ১৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন অ্যালেন। তবে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কনওয়ে। ১৫ বলে চারটি চারের সাহায্যে অপরাজিত ২২ রান করেন তিনি। নয় উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।