
৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিবার অনেক জমকালো আয়োজনের মাধ্যমে বিপিএলের সূচনা হলেও এবার থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।
গত আসরে দেশী তারকাদের পাশাপাশি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন বলিউডের সুপারস্টার হৃতিক রোশান, জ্যাকুলিন ফার্নান্দেজ। অন্যদিকে ছিলো নজরকাড়া আতশবাজী। কিন্তু এবারের আসরে এমন কিছু থাকছে না। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, “উদ্বোধনী অনুষ্ঠান করতে যে সময়ের প্রয়োজন সেটা ইংল্যান্ডের সিরিজের জন্য আমরা পাচ্ছি না। সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় আমরা ভারতের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপনারা জানেন ইংল্যান্ড সিরিজ দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ায় আমাদর খুবই ব্যস্ত সময় কেটেছে তাই যোগাযোগের করার সময়ই পাইনি।”
তবে এবার ভিন্ন কিছুর পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিদিন দুইটি ম্যাচ থাকবে। দুই ম্যাচের মাঝে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এই প্রসঙ্গে শেখ সোহেল বলেন, “দর্শকদের বিনোদনের জন্য নতুন একটি বিষয় যোগ করছি, সেটা হলো কনসার্ট। দুই ম্যাচের মাঝখানে যে সময়টা থাকবে তখন দেশের বিভিন্ন সংগীত শিল্পীরা মাঠের পাশে মঞ্চে সংগীত পরিবেশন করবেন। এখানে থাকবেন ক্লোজ আপ ওয়ান, চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে উঠে আসা সংগীত শিল্পীরা। কোনোদিন আবার থাকবে মাকসুদ, চিরকুট, ওয়ারফেজের মতো ব্যান্ডের গান।”
অন্যদিকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আতশবাজীর ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন তিনি।