██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

'এই দক্ষিণ আফ্রিকা আলাদা দল'

সেমিফাইনালে 'চোক' করবে না দক্ষিণ আফ্রিকা, আশাবাদী দলটির কোচ রব ওয়াল্টার।

'এই দক্ষিণ আফ্রিকা আলাদা দল'

প্রকাশিত হয়েছে - 2024-06-26T16:40:07+06:00

আপডেট হয়েছে - 2024-06-26T16:40:07+06:00

আইসিসি ইভেন্টে নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকার গল্পটা বেশ পুরোনো। সবসময়ই দেখা যায় চাপের মুখে ভেঙে পড়ে তারা। এছাড়া বৃষ্টি আইনের মারপ্যাঁচে বাদ পড়া সবমিলিয়ে তাদের গায়ে জুটেছে 'চোকার্স' তকমা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তবে এবারের দক্ষিণ আফ্রিকাকে আলাদা দল আখ্যায়িত করে ভালো করতে আশাবাদী দলটির কোচ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]


বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দক্ষিণ আফ্রিকা


আইসিসি টুর্নামেন্টে কখনো ফাইনালে খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে সেমিফাইনালে তাদের সামনে বড় সুযোগ ফাইনালে জায়গা করে নেওয়ার। যে লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চমক দেখিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা নেওয়া আফগানিস্তান


সেমিফাইনালের বাড়তি রোমাঞ্চ ও উত্তেজনা কাজ করে বলে জানান দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, "সেমিফাইনালের মতো ম্যাচের ক্ষেত্রে এক ধরনের বাড়তি উত্তেজনা সবসময়ই সুস্পষ্ট হয়ে ফুটে ওঠে। উদ্বেগ ও রোমাঞ্চের মিশ্র একটা অনুভূতি কাজ করে এবং এই পর্যায় পর্যন্ত আসতে পারলে সবার মধ্যেই এরকম অনুভূতি কাজ করেই।"


প্রোটিয়া কোচ আরও জানান, চাপ সামলেই সেরা ক্রিকেট খেলতে চায় তার দল।

" ব্যাপারটি হলো, এটিকে শুধু আলিঙ্গন করা এবং এরপর উপলব্ধি করা যে, এটা কীভাবে সামলানো যাবে। আমাদের চাওয়া, এসব সামলেই আগামীকাল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় সেরা ক্রিকেট খেলা।"


চলতি বিশ্বকাপ টানা সাত ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে বেশিরভাগই ছিল ক্লোজ ম্যাচ। তবে শেষ পর্যন্ত সবগুলোতেই জয়ের হাসি হেসেছে প্রোটিয়ারা। এর আগে কাছাকাছি আসলেও ফাইনালে না খেলা প্রোটিয়াদের সামনে এবার বড় সুযোগ।



প্রোটিয়া কোচ বলেন, " আগে যারা কাছাকাছি এসেও পারেনি, সেটার দায় ওই মানুষগুলোরই। সত্যি বলতে, এই দক্ষিণ আফ্রিকা তো আলাদা দল। আমাদের যা কিছু আছে, সেসবই শুধু আমাদের। আমরা তাকাব আমাদের নিকট অতীতের পারফরম্যান্সে, যেখানে আমরা বারবার উতরে যেতে পেরেছি। সেমিতেও আমরা সেরকমই ভাবছি।"


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.