এই ভারতের জন্য আকাশটাই সীমানা : কার্তিক
ভারতের সম্ভাবনার কোন সীমানা দেখছেন না দীনেশ কার্তিক

প্রকাশিত হয়েছে - 2025-03-16T15:11:54+06:00
আপডেট হয়েছে - 2025-03-16T15:11:54+06:00
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল ভারত। কম সময়ে এত বড় সাফল্যের পর ভারতকে নিয়ে আরো বড় স্বপ্ন দেখছেন দীনেশ কার্তিক।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দীনেশ কার্তিক
আইসিসি ইভেন্টগুলোতে গত এক যুগের বেশিসময় ধরেই ধারাবাহিক ভারত। ২০১১ সালের বিশ্বকাপসহ এই সময়ে চারটি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। এছাড়া ধারাবাহিকভাবে নকআউট পর্বে খেলা, ম্যাচ জেতা মিলিয়ে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রোহিত-কোহলিরা। সর্বশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে ভারত হেরেছে মাত্র এক ম্যাচে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারলেও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজেয় ছিল ভারত।
ভারতীয় এই দলকে নিয়ে দীনেশ কার্তিক বলেন, " গত ৯ মাসে এই ভারত দল দুইটি বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে (টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি)। তাই আমার মনে হয়, তাদের জন্য আকাশটাই সীমানা কারণ তারা রোহিত শর্মার মতো একজন দক্ষ অধিনায়কের নেতৃত্বে খেলছে। সে তার সতীর্থদের কাছ থেকে সম্মান পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ক্রিকেটটা যেভাবে খেলা উচিত বলে সে মনে করে, সেভাবেই সে খেলে।"
ভারতের দলের পাইপলাইনে আছেন পর্যাপ্ত খেলোয়াড়। দলের গভীরতায় দারুণ খুশি দীনেশ কার্তিক।
" ভারতের এই দলের সৌন্দর্য হলো, স্কোয়াডের শক্তি ও গভীরতা অনেক, পাইপলাইনে থাকা খেলোয়াড়দের অগণিত সংখ্যার মতোই। এই মুহূর্তে খুব বেশি দেশ নেই, যারা আন্তর্জাতিক ক্রিকেটে দুই বা তিনটি দলকে মাঠে নামিয়ে পরস্পরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।