
প্রকাশিত হয়েছে - 2024-05-11T16:14:57+06:00
আপডেট হয়েছে - 2024-05-11T18:48:45+06:00
আইপিএলে স্লো ওভার রেটের দায়ে নিষিদ্ধ হয়েছেন রিশাভ পান্ট। রাজস্হানের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড় জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রিশাভ পান্ট
ঘটনাটা চলতি আসরের ৫৬ তম ম্যাচের। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি দিল্লী। এ নিয়ে চলতি আসরে তৃতীয়বার এমন ঘটনা ঘটাল দিল্লী। ফলে জরিমানা দিতে হয়েছে পুরো দলকে।
শনিবার বিসিসিআই জানিয়েছে, চলতি আসরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচসহ তৃতীয়বারের মতো স্লো ওভার রেটের ঘটনায় দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক রিশাভ পান্টকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একইসাথে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। ইমপ্যাক্ট খেলোয়াড়সহ একাদশের বাকি সদস্যরা ম্যাচ ফির ৫০ শতাংশ অথবা ১২ লাখ রুপি জরিমানা গুনেছেন।
ম্যাচে অবশ্য জয় পেয়েছিল দিল্লী ক্যাপিটালস। আগে ব্যাট করে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও অভিষেক পোরেলের ঝড়ো ফিফটিতে ২২১ রানের বড় সংগ্রহ পেয়েছিল দিল্লী। জবাবে সঞ্জু স্যামসনের ৪৬ বলে ৮৬ রানের ইনিংসেও ম্যাচ জিততে পারেনি রাজস্থান। ফলে ২০ রানের জয় পায় দিল্লী।
১১ ম্যাচে আট জয় নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে অবস্থান রাজস্থানের। ১২ ম্যাচে সমান সংখ্যক জয় ও হারে পয়েন্ট তালিকায় পাঁচে অবস্থান দিল্লী ক্যাপিটালসের।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।