
একাদশে '২' পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-12T19:05:39+06:00
আপডেট হয়েছে - 2024-10-12T19:05:39+06:00
ভারত-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগের ম্যাচের একাদশ থেকে ২টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের একাদশে পরিবর্তন ১টি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দুই অধিনায়ক সূর্যকুমার যাদব এবং নাজমুল হোসেন শান্ত। ভারত সফরে গিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে
হেরেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ও ইতোমধ্যে নিশ্চিত। সিরিজের প্রথম
দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজের শেষ ম্যাচটায় জিততে না পারলে
এখানেও হোয়াইটওয়াশ হতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের একাদশে পরিবর্তন ২টি। জাকের আলী অনিক এবং মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে এসেছেন তানজিদ হাসান তামিম এবং শেখ মেহেদী হাসান। অন্যদিকে ভারতের একাদশে পরিবর্তন ১টি। আরশদীপ সিংয়ের পরিবর্তে খেলছেন রবি বিষ্ণই।
ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। এই ম্যাচেও জিতলে বাংলাদেশকে করবে হোয়াইটওয়াশ।
একনজরে দুই দলের একাদশ :
ভারত : অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই।
বাংলাদেশ : লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।