এগিয়ে এল ঢাকা টেস্টের ২য় দিনের খেলার সময়

প্রকাশিত হয়েছে - 2023-12-06T17:05:19+06:00
আপডেট হয়েছে - 2023-12-06T19:55:54+06:00
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ চলছে ঢাকায়। প্রথম দিনের খেলা শেষে ম্যাচ অফিশিয়ালরা দ্বিতীয় দিনের খেলার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।
২য় দিন ১৫ মিনিট আগে শুরু হবে ঢাকা টেস্ট। ছবি : বিডিক্রিকটাইম
৫ দিনের টেস্টে প্রতি দিনের খেলার জন্য নির্ধারিত করা আছে ৯০ ওভার। তবে বৈরি আবহাওয়ার কারণে কিঞ্চিৎ বাধাগ্রস্ত হয়েছে প্রথম দিনের খেলা। মোটমাট খেলা হয়েছে ৭৯ ওভার। ইনিংস বিরতি তো আছেই, সাথে শেষদিকে আলোক স্বল্পতার জন্য নির্ধারিত ওভারের চেয়ে ১১ ওভার কম খেলা হয়েছে।
এই ক্ষতি যতটা সম্ভব পুষিয়ে নিতে দ্বিতীয় দিনের খেলা ১৫ মিনিট আগে শুরু হবে। সকাল সাড়ে ৯টার পরিবর্তে বৃহস্পতিবারের (৭ ডিসেম্বর) দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে।
ওভার কম গড়ালেও ঢাকা টেস্টের প্রথম দিন অবশ্য উইকেট পড়েছে মুড়িমুড়কির মতো। উইকেট থেকে স্পিনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে মাত্র ১৭২ রানে অলআউট করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা। বাংলাদেশের চেয়ে এখনও ১১৭ রানে পিছিয়ে আছে কিউইরা। বল হাতে বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচের জয়ের নায়ক তাইজুল ইসলাম পেয়েছেন দুটি উইকেট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।