‘এটাই নায়ক হওয়ার সঠিক সময়’- হার্শিতকে বলেছিলেন শ্রেয়াস
আইপিএল ২০২৪ এর নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর ওই জয়ের চিত্রনাট্য লিখেছেন তরুণ পেসার হার্শিত রানা।

প্রকাশিত হয়েছে - 2024-03-24T11:04:58+06:00
আপডেট হয়েছে - 2024-03-24T11:04:58+06:00
শেষ ওভারে হার্শিত-ই বা কেনো সেই কারণ জানালেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মূলত নার্ভাস ছিলেন রানা। তাঁকে জুগিয়েছেন সাহস। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কেকেআরের-জয়ের-নায়ক-হার্শিত
১৭ ওভার পর্যন্ত ম্যাচটি কলকাতা নাইটদের হাতের মুঠোয় ছিল। তবে সব যেন এলোমেলো হয়ে গেছিল ১৮ ও ১৯ নম্বর ওভারটিতে। বরুণ চক্রবর্তী ও আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার মিচেল স্টার্কও যেন নিরুপায় ছিলেন হেনরিখ ক্লাসেনের সামনে।
ওই দুই ২১ ও ২৬ রান নেওয়ায় ম্যাচের মোড়ই ঘুরে যায়। শেষ ওভারে ১৩ রান প্রয়োজন হলে বল তুলে দেন মাত্র ১২ টি-টোয়েন্টি খেলা পেসার হার্শিত রানাকে। ম্যাচটি তবুও হায়দরাবাদ নিয়ন্ত্রণে নিয়েই ফেলেছিল। কিন্তু হার্শিতের ম্যাজিক্যাল স্পেল যেন বদলে দেয়। এই তরুণ পেসারকে কি বার্তা দিয়েছেন শ্রেয়াস আইয়ার?
“সত্যি বলতে শেষ ওভারে আমি ভেবেছিলাম যেকোন কিছু হতে পারে। তাঁদের মাত্র ১৩ রান প্রয়োজন ছিল এবং খুব সম্ভবত বোলারও খুব বেশি অভিজ্ঞতাসম্পন্ন ছিল না। কিন্তু আমার তাঁর (হার্শিত) প্রতি বিশ্বাস ছিল এবং জানতাম কিছু একটা হবে। আমি তাঁকে বলেছিলাম- এটাই উত্তম সময় যেখানে তুমি নায়ক হতে পারবে। নিজের প্রতি বিশ্বাস রাখ।”
তিনি আরও যোগ করেন, “সত্যি বলতে হার্শিত কিছুটা নার্ভাস ছিল (শেষ ওভার করতে এসে)। তাঁকে এই-ও বলেছিলাম- ‘এটা তোমার মুহূর্ত। এটা নিয়ে অত বেশি চিন্তা না করে সেরাটা দাও।’ যেটাই হোক না কেনো আমরা তোমাকে সমর্থন দিব।”
শেষ ওভারে মাত্র ১৩ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। প্রথম বলেই ছয় মেরে সেই ব্যবধান আরও কমিয়ে আনে। কিন্তু পরপর শাহবাজ (৬ বলে ১৩) ও ক্লাসেনের (২৯ বলে ৬৩) আউটে ম্যাচের পরিস্থিতিই বদলে যায়। শেষ বলে পাঁচ রানের প্রয়োজন হলে সেই বল ব্যাটেই লাগাতে পারেননি প্যাট কামিন্স।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।