
এনসিএলে তানজিদের ঝড়ো সেঞ্চুরি
প্রকাশিত হয়েছে - 2024-10-19T21:32:20+06:00
আপডেট হয়েছে - 2024-10-19T21:32:20+06:00
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম দিনের খেলায় ঝড়ো এক সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহী বিভাগের তানজিদ হাসান তামিম। এছাড়া সেঞ্চুরির খুব কাছে আছেন একই দলের ফরহাদ হোসেন। ৯১ রান করে অপরাজিত আছেন তিনি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে টসে জিতে আগে রাজশাহী বিভাগকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা বিভাগ। আগে ব্যাট করতে নেমে বেশ আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছে রাজশাহী। ওপেনার তানজিদ হাসান তামিম হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ১৩৩ বলে ১৪১ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তানজিদ। এছাড়া ৬২ বলে ৪৬ রান করেছেন প্রীতম কুমার। ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮৫ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে রাজশাহী। ১৮৮ বলে ৯১ রান করে অপরাজিত আছেন ফরহাদ হোসেন। ১১৮ বলে ৬১ রান করে ক্রিজে টিকে আছেন শাখাইর হোসেন শুভ্র।
খুলনার হয়ে ২ উইকেট নেন শেখ মেহেদী হাসান। এছাড়া ১টি করে উইকেট তুলেছেন আল-আমিন হোসেন এবং আবদুল হালিম।
দিনের আরেক ম্যাচে সিলেটের একাডেমি মাঠে খেলা হয়েছে ৪৪ ওভার। বরিশাল বিভাগের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে ঢাকা মেট্রো। মেট্রোর হয়ে ৫৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন আনিসুল ইসলাম। ১৩৪ বলে ৩৫ রান করে অপরাজিত আছেন ইমরানউজ্জামান। ৭২ বলে ২৬ রান করে টিকে আছেন আইচ মোল্লাহ।
বরিশালের হয়ে ১ উইকেট নিয়েছেন রুয়েল মিয়াহ।
দিনের বাকি দুই ম্যাচে বৃষ্টির কারণে টসও হতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিনের খেলা শেষে)
ভেন্যু : সিলেট আন্তর্জাতিক
রাজশাহী ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৮৫/৪ (তানজিদ ১৪১, সাব্বির ১৮, হাবিবুর ১৩, প্রিতম ৪৬, ফরহাদ ৯১*, শাকির ৬১*; আল আমিন ১৩-০-৮১-১, হালিম ১৪-২-৬০-১, মেহেদি ২৫-৪-১০৭-২, সৌম্য ১০-১-৪১-০, নাহিদুল ১১-২-৩০-০)
ভেন্যু : সিলেট একাডেমি
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪৪ ওভারে ১০২/১ (ইমরানুজ্জামান ৩৫*, আনিসুল ৩৬, আইচ ২৬*; কামরুল ১০-১-২৫-০, রুয়েল ১০-১-২৯-১, মহিউদ্দিন ৫-৩-১৪-০, তানভির ১৪-৫-২০-০, মইন ৪-১-৬-০, সোহাগ ১-০-৪-০)
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।