██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

এনসিএলে রাকিবুলের ‘৮’ উইকেট, বিজয়-সৌম্যর ফিফটি

দুই দিনেই ঢাকা মেট্রোকে জিতিয়েছেন রাকিবুল।

এনসিএলে রাকিবুলের ‘৮’ উইকেট, বিজয়-সৌম্যর ফিফটি

এনসিএলে রাকিবুলের ‘৮’ উইকেট, বিজয়-সৌম্যর ফিফটি

প্রকাশিত হয়েছে - 2024-10-27T21:18:07+06:00

আপডেট হয়েছে - 2024-10-27T21:18:07+06:00

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় রাজশাহী বিভাগের বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে ঢাকা মেট্রো। রাকিবুল হাসান তুলেছেন ৮ উইকেট। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়েছেন সাব্বির হোসেন। এছাড়া এনামুল হক বিজয় এবং সৌম্য সরকারও পেয়েছেন ফিফটির দেখা।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 

দুই দিনে শেষ হওয়া ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে রাজশাহীকে ১০ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল মেট্রো। প্রথম ইনিংসে তারা থামে ২৩৩ রান করে। ফিফটি হাঁকিয়ে শামসুর রহমান শুভ খেলেছেন ১৬৫ বলে ৬৪ রানের ইনিংস। লেজের দিকে ব্যাট করতে নামা আবু হায়দার রনি ৫৯ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন।

রাজশাহীর হয়ে ৩ উইকেট শিকার করেন অধিনায়ক সানজামুল ইসলাম।


১৫৬ রানের লিড পায় মেট্রো। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রাজশাহীও খুব একটা সুবিধা করতে পারছিল না। ওপেনার সাব্বির হোসেন বাদে বাকিরা ছিলেন নড়বড়ে। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে সাব্বির খেলেন ৫৬ বলে ৭৮ রানের বিধ্বংসী এক ইনিংস। দ্বিতীয় ইনিংসে টেনেটুনে ইনিংস পরাজয় এড়িয়ে ১৬৬ রান তুলে থামে রাজশাহী।

 

মেট্রোর হয়ে ৮ উইকেট শিকার করেন রাকিবুল হাসান।

 

১১ রানের লক্ষ্য হেসেখেলে পেরিয়ে যায় মেট্রো। তুলে নেয় ১০ উইকেটের জয়।


সিলেটের একাডেমী মাঠে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ম্যাচও শেষ হওয়ার পথে রয়েছে। প্রথম ইনিংসে ৫ উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট। তাদের প্রথম ইনিংসটা বেশিক্ষণ টেকেনি। ১৫২ রানের মাথায় থেমেছে সিলেট। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন আসাদুল্লাহ আল গালিব।

 

চট্টগ্রামের হয়ে ৫ উইকেট শিকার করেন ইফরান হোসাইন।

 

৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ১৭৩ রান তুলে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় তারা। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন সাজ্জাদুল হক রিপন।

 

সিলেটের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন নাঈম আহমেদ, রেজাউর রহমান রাজা এবং নাসুম আহমেদ।


সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২০। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে সিলেট। ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন তৌফিক খান তুষার। এছাড়া জাকির হাসান খেলেন ৩৫ বলে ৩৬ রানের ইনিংস। ২ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে দিনের খেলা শেষ করেছে সিলেট। জয়ের জন্য লাগবে আরও ৯০ রান।

 

প্রথম দিনে খেলা না হলেও দ্বিতীয় দিনে খেলা হয়েছে বিকেএসপির ৩ নম্বর মাঠ এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। বিকেএসপিতে প্রথম ইনিংসে ২৫৩ রান তুলে অলআউট হয়েছে রংপুর বিভাগ। ফিফটি হাঁকিয়ে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করেছেন আব্দুল্লাহ আল মামুন।

  ফিফটি হাঁকিয়েছেন সৌম্য সরকার। 

ঢাকা বিভাগের হয়ে ৪ উইকেট নেন নাজমুল ইসলাম অপু।

 

শেষ বিকেলে প্রথম ইনিংসে কিছুটা চালিয়ে খেলেছে ঢাকা বিভাগ। ওপেনার আশিকুর রহমান শিবলী ৫৭ বলে ৪৫ রান করে টিকে আছেন। এছাড়া ২৭ বলে ১৮ রান করে অপরাজিত আছেন জয়রাজ শেখ। ১ উইকেটে ৭০ রান তুলে দিনের খেলা শেষ করেছে ঢাকা।


খুলনায় দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৩৪.১ ওভার। বরিশাল বিভাগের বিপক্ষে ১ উইকেটে ১৩০ রান করে দিনের খেলা শেষ করেছে খুলনা বিভাগ। ১০৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার। এছাড়া ৮৮ বলে ৬৬ রান করে অপরাজিত আছেন এনামুল হক বিজয়।


সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিনের খেলা শেষে)

 

ভেন্যু : বিকেএসপি-৪

 

রাজশাহী ১ম ইনিংস : ৭৭

 

ঢাকা মেট্রো ১ম ইনিংস : ৮১.২ ওভারে ২৩৩ (আগের দিন ১৩৮/৫) (শামসুর ৬৪, তাহজিবুল ২২, আবু হায়দার ৪৩*, রকিবুল ১০, আশরাফুল ০, মারুফ ১; শফিকুল ১০.২-১-২৫-২, মোহর ১৭-৪-৫১-১, সাব্বির ১০-১-২৬-২, রায়হান ১১-১-৪২-০, সানজামুল ২২-৩-৫৬-৩, মেহেরব ১১-৪-৩০-২)

 

রাজশাহী ২য় ইনিংস : ৩৭.৫ ওভারে ১৬৬ (তানজিদ ২১, সাব্বির ৭৮, মিজানুর ১২, প্রিতম ২৪, ফরহাদ ৪, মেহরব ৯, শুভ্র ১, সানজামুল ১২, মোহর ০, শফিকুল ১*, রায়হান ০; আবু হায়দার ৫-১-১৫-০, আনিসুল ৪-০-৩১-০, রকিবুল ১৫.৫-৪-৫৬-৮, আশরাফুল ৯-০-৫৭-১, মারুফ ৪-১-৪-০)

 

ঢাকা মেট্রো ২য় ইনিংস : (লক্ষ্য ১১) ২.১ ওভারে ১৪/০ (আনিসুল ১৩*, তাহজিবুল ১*; রায়হান ১.১-০-১২-০, মিজানুর ১-০-২-০)

 

ফল : ঢাকা মেট্রো ১০ উইকেটে জয়ী।

 

ম্যান অব দ্যা ম্যাচ : রাকিবুল ইসলাম।

 

ভেন্যু : সিলেট একাডেমী

 

চট্টগ্রাম ১ম ইনিংস : ১৯৮

 

সিলেট ১ম ইনিংস : ৫৪.২ ওভারে ১৫২ (আগের দিন ১১৪/৫) (আসাদুল্লাহ ৩৪, নাসুম ২১, তোফায়েল ০, রেজাউর ১০, আবু জায়েদ ৭*, নাঈম ০; ইফরান ১৪.২-৪-৩৪-৫, ফাহাদ ১৪-৪-৪১-১, ইফতেখার ১০-১-৩০-১, আশরাফুল ১৪-৪-৩০-২, সাজ্জাদুল ২-১-৫-০)

 

চট্টগ্রাম ২য় ইনিংস : ৪২.১ ওভারে ১৭৩ (পারভেজ ৪০, সাদ্দাম ১৫, সাজ্জাদুল ৪২, শাহাদাত ০, ইয়াসির ৫, শামীম ৪, ইরফান ৭, ইফতেখার ৬, আশরাফুল ২৮*, ইফরান ২, ফাহাদ ১১; আবু জায়েদ ৩-০-১৫-০, তোফায়েল ৬-১-১৭-১, নাঈম ১৫-৫-৫৯-৩, রেজাউর ৯-১-৩৪-৩, নাসুম ৮.১-১-৩২-৩, আসাদুল্লাহ ১-০-৫-০)

 

সিলেট ২য় ইনিংস : (লক্ষ্য ২২০) ২২ ওভারে ১৩০/২ (তৌফিক ৫১, জাকির ৩৬, পিনাক ১৪*, অমিত ২৩*; ফাহাদ ৫-১-২৯-০, ইফরান ৭-০-৪৯-০, আশরাফুল ৮-০-৪০-২, ইফতেখার ২-০-৬-০)

 

ভেন্যু : বিকেএসপি-৩

 

রংপুর ১ম ইনিংস : ৭৪.৩ ওভারে ২৫৩ (খালিদ ৩৪, রিজওয়ান ৪০, অনিক ১৮, নাঈম ২৭, মামুন ৬৮, তানবির ৩৬, মোসাদ্দেক ০, রিশাদ ১, আবু হাসিম ৩, শরিফুল ২০, মুকিদুল ২*; সালাউদ্দিন ১১-০-৩৪-০, এনামুল ১২-০-৪৬-২, নাজমুল ২০.৩-৩-৭৮-৪, শুভাগত ১৯.১-৪-৫১-৩, মাহফুজুর ১১-১-৪২-১, আরিফুল ০.৫-০-০-০)

 

ঢাকা ১ম ইনিংস : ১৭.২ ওভারে ৭০/১ (আশিকুর ৪৫*, রনি ৭, জয়রাজ ১৮*; শরিফুল ৩.২-০-৯-০, মুকিদুল ৪-০-২১-০, মামুন ৩-১-৭-১, রিশাদ ৪-০-২৬-০, আবু হাসিম ৩-১-৭-০)

 

ভেন্যু : খুলনা

 

খুলনা ১ম ইনিংস : ৩৪.২ ওভারে ১৩০/১ (এনামুল ৬৬*, সৌম্য ৬৩, অমিত ০*; কামরুল ৬-১-১৫-০, নুর ৭.২-০-৪৪-০, তানভির ১১-০-৩৩-০, মইন ৮-১-৩১-০, সালমান ২-০-৬-০)


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                    

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.