এপিএলে রাতে মাঠে নামছে তাসকিনদের কান্দাহার
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) পঞ্চম ম্যাচে আজ রাতে মাঠে নামছে তাসকিন আহমেদদের কান্দাহার নাইটস। প্রতিযোগিতায় দলটির দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ক্রিস গেইল-মোহাম্মদ নবীদের বালখ লিজেন্ডস। বাংলাদেশ সময়ানুযী ম্যাচটি শুরু হবে রবিবার (আজ) রাত ১০টায়।

আগের ম্যাচে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে খেলতে দেখা না গেলেও আজকের ম্যাচে সম্ভাবনা রয়েছে তার খেলার। সেক্ষেত্রে বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগে ক্যারিয়ারে প্রথমবারের মতো নামতে দেখা যাবে ডানহাতি এ গতিতারকাকে।
২৩ বছর বয়সী এ পেসারকে দলের অন্যতম মূল অস্ত্র হিসেবে মানছে কান্দাহার। প্রথম ম্যাচে তাকে না খেলানোর কারণ ব্যাখ্যায় এমনটিই জানানো হয়েছে কান্দাহারের পক্ষ থেকে। এসময় তাকে দলটির মূল ফাস্ট-বোলার আখ্যা দিয়ে কান্দাহারের পক্ষ থেকে বলা হয় সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের পাশাপাশি প্রতিকূল আবহাওয়ায় পরপর দলটির খেলা থাকায় তাসকিনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কান্দাহার।
এদিকে প্রথম ম্যাচ হারায় আজকের ম্যাচটি কান্দাহারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে ১ ম্যাচ খেলে তা থেকে প্রাপ্ত হারে পয়েন্ট তালিকায় সবার তলানিতে অবস্থান আফগান আসগরের নেতৃত্বাধীন কান্দাহার নাইটস। বিপরীতে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বালখ। এক ম্যাচ থেকে এক জয়ে আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দলটি।
Also Read - অ্যারন ফিঞ্চের ‘অপেক্ষা’র রেকর্ডএপিএল ২০১৮ আসরের জন্য কান্দাহার নাইটসের স্কোয়াড: ব্রেন্ডন ম্যাককালাম, আসগর আফগান (অধিনায়ক), পল স্টারলিং, তাইমাল মিলস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, কেভিন ও’ব্রায়ন, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, হামজা হোতাক, করিম সাদিক, সৈয়দ শিরজাদ, মোহাম্মদ নাভীদ, ওয়াকার, আব্দুল বাকী, ওয়াহেদ শাফাক, ওয়াকারুল্লাহ ইশাক এবং নাসির জামাল।
[বি.দ্র: স্কোয়াডে নাম থাকলেও বোর্ড থেকে অনাপত্তি না পাওয়ায় এবারের আসরে খেলা হবে না সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের।]
এপিএলে খেলার অনুমতি পাননি সৌম্য-মিথুন। তবে ২ অক্টোবর অনুমতি নিয়েই খেলতে গিয়েছিলেন তাসকিন। এই বিষয়ে বিসিবির ভাষ্য প্রতিবেদনে⤵️ https://t.co/bnS0TL0bKT
— bdcrictime.com (@BDCricTime) October 5, 2018
আরও পড়ুনঃ ৬০-৭০ ভাগ সেরে উঠলেই খেলতে পারবেন সাকিব