Scores

এবার কি খেলা হবে শফিউলের?

জাতীয় দলের ক্রিকেটার, কিন্তু খেলা হয় কালেভদ্রে- এমন ক্রিকেটারদের তালিকা করলে নির্দ্বিধায় শফিউল ইসলামের নাম থাকবে উপরের দিকে। বিভিন্ন সময়ে দলের প্রয়োজনে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তার নাম। কিন্তু শফিউলের খেলা হলে তো!

এবার কি খেলা হবে শফিউলের?

দেশের প্রথম সারির পেসারদের একজন তিনি- এতে কোনো সন্দেহ নেই। চোট-সমস্যা ও তার চেয়ে অন্যান্যদের পারফরম্যান্স কিংবা ‘খ্যাতি’ বেশি হওয়ায় বিবেচনার ক্ষেত্রে শফিউল থাক্যান ‘দ্বিতীয় কাতারে’। স্কোয়াডের কোনো পেসার চোটে পড়লে কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো কারণে ছিটকে গেলে সাথে সাথেই ডাকা হয় শফিউলকে।

কিন্তু দলে ডাকা হলেও শফিউলকে যে ম্যাচ খেলানো হয় না!

Also Read - “সমালোচনার জবাব দেওয়ার কোনো বিষয় নেই”


তাসকিন আহমেদের অনাকাঙ্ক্ষিত চোট আবারও শফিউলকে জাতীয় দলের ডাক শুনিয়েছে। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে শেষমুহুর্তে এসে। দলের সঙ্গী হয়ে শফিউল তাই নিউজিল্যান্ড সফরে যাবেন ঠিকই। কিন্তু নিজেও হয়ত জানেন না, এবার তার খেলা হবে কি না।

শফিউল তার ক্যারিয়ারের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালের অক্টোবরে। এরপর আরও তিনটি পৃথক সিরিজ বা টুর্নামেন্টে শফিউল বাংলাদেশের স্কোয়াডে ছিলেন। সেই তিনটি মিশনে বাংলাদেশ মোট ১১টি ম্যাচ খেলেছে, অথচ শফিউল ছিলেন না একটি ম্যাচের একাদশেও। এবার নিউজিল্যান্ড সফরের দলে ডাক পেলেও তার মাঠে নামা হবে কি না এটি বড় এক প্রশ্ন।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছেন বলে ওয়ানডেতে তার ব্রাত্য থাকার কথা আসছে আলোচনায়। তবে শুধু ওয়ানডেই নয়, শফিউলের একই নিয়তি টেস্টেও। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পচেফস্ট্রুমে খেলেছিলেন শেষ টেস্ট। এরপর ছিলেন উইন্ডিজ সিরিজের দলে। এমনকি দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন। এতগুলো টেস্ট ম্যাচ জুড়ে নির্বাচকরা নতুন মুখের অভিষেক ঘটালেও শফিউলকে একাদশে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি একবারও। তবে স্কোয়াডে তাকে রেখে দল ভারী করার প্রয়োজন ঠিকই আছে!

চুপচাপ শফিউল অবশ্য এ নিয়ে কখনও অনুযোগ জানাননি। সংবাদমাধ্যমের মুখোমুখিও হতে চান না খুব একটা। জাতীয় দলের অংশ হিসেবে আছেন- শফিউল হয়ত এতেই খুঁজে নেন তৃপ্তি!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

খরুচে বোলিংয়ের পর টুইটারে রশিদকে নিয়ে হাস্যরস

মরগানের বিধ্বংসী শতকে বিবর্ণ রশিদ-নবীরা

ক্রিকইনফোর চোখে বিশ্বকাপের সবচেয়ে ‘মূল্যবান’ খেলোয়াড় সাকিব

বাংলাদেশ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার দুর্ভাবনা একাদশ নিয়ে

বাংলাদেশের জয়ে কষ্ট পেয়েছেন কিংবদন্তী অ্যামব্রোস