এমন দৃশ্য আগে কখনো দেখেননি তাসকিন
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেলেন তাসকিন আহমেদ।

প্রকাশিত হয়েছে - 2022-10-30T13:34:19+06:00
আপডেট হয়েছে - 2022-10-30T13:34:19+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে কী নাটকীয় জয়টাই না পেল বাংলাদেশ দল। এমন দৃশ্যের সাথে কী খুব পরিচিত বাংলাদেশ? ম্যাচ সেরা তাসকিন আহমেদ বললেন, এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়তে হয়নি তাঁকে।
তাসকিন-ও-মুস্তাফিজ
মোসাদ্দেকের করা শেষ ওভারের শেষ বলটিতে প্রয়োজন ছিল পাঁচ রান। মোসাদ্দেকের করা বলটি মিস করেন মুজারবানি। ব্যাটার মিস করলে স্ট্যাম্পিং করেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। তৃতীয় আম্পায়ার চেক করার আগেই দুই দল ও আম্পায়ার হাত মিলিয়ে মাঠ ত্যাগ করতে দেখা যায়।
ততক্ষণে বাংলাদেশ দলের ডাগ আউটে আনন্দ ও জিম্বাবুয়ের ডাগ আউটে হতাশ হয়ে পড়া চেহারা ভেসে উঠছিল। তবে চেক করার পরই জানা যায় নো বল ছিল সেটি। তাঁর কারণ ছিল নুরুল স্ট্যাম্পের আগে বল ধরেছেন! তখন যেন চেহারা পাল্টে যায় জিম্বাবুয়ের ডাগ আউটে।
এই যেন আরও একবার সুযোগ এলো। তবে তা-ও কাজে লাগাতে পারলেন না। এমন দৃশ্যের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা যে খুব পরিচিত তাও না। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে বাঁচা-মরার লড়াইয়ে সেই দৃশ্যও দেখা হয়ে গেল বাংলাদেশের। ম্যাচ শেষে তাসকিন জানালেন নার্ভাস ছিল সবাই।
“সেই নো-বলের পর মাঝখানে আমরা খানিকটা নার্ভাস ছিলাম। তবে এমন কিছু আগে কখনো দেখিনি আমার ক্যারিয়ারে, এটিই প্রথম।”
বাংলাদেশের ম্যাচ জয়ের কারিগর হিসেবে ধরা যেতে পারে তাসকিনকে। কেনোনা বল হাতে কাজটা তো তিনিই করে দিয়েছেন। চার ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট। যে কারণে ম্যাচ সেরার পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়। পেসারদের মধ্যে মুস্তাফিজও ছিলেন কিপ্টে। তাসকিন জানালেন অনেকদিন পর এমন পেস ইউনিট পেয়েছেন তাঁরা।
“আমরা ভালো একটি ফাস্ট বোলার ইউনিট পেয়েছি। আমরা একে অপরকে সমর্থন করি এবং উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছি। আমাদের কোচ ডোনাল্ড থেকে ভালো সমর্থন পাই। আশা করি ভবিষ্যতে আরও উন্নতি করব।”
বাংলাদেশ বেশিরভাগ সময়ই খেলে মিরপুরে। যেটির উইকেট কি না ধীর গতির। পেসারদের জন্য মিরপুরের উইকেট আদর্শ না হলেও অস্ট্রেলিয়ায় পেসারদের জন্য স্বর্গ। যার প্রমাণ তাসকিন নিজেই। সুপার টুয়েলভে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
“দেশে আমরা মন্থর উইকেটে খেলি। এখানে আমরা তাড়াতাড়ি বলের মুভমেন্ট ও উইকেট থেকে ভালো কিছু আদায় করতে পারি।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।